সম্প্রতি ইতিহাসের প্রতি আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে তারই কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমরা পূর্বেও যেমন অলস জাতি ছিলাম এখনও তার কোন পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। তাই আমাদের জাতি এই বেহাল দশা। সবার কাছে আমার আহ্বান আসেন সকলে মিলে অধ্যয়ন শুরু করি।
হিন্দুস্থান মানেই কি শুধু হিন্দুদের জায়গা।
আসলে সত্যিটা কি এখানে আদও ধর্মের সাথে নামের কোন সম্পর্ক আছে কিনা।
__________________________________________
’হিন্দুজাতি’, হিন্দুধর্ম’ এ শব্দগুলো নিয়ে একটু চিন্তার অবকাশ আছে। মুসলমানকে হিন্দুর শক্র, বিদেশী, অত্যাচারী, ম্লেছ ও যবন প্রভৃতি উপাধিতে প্রচার করা হয়। এ পরিপ্রেক্ষিতে বলা যায়, ’হিন্দু’ প্রথমে কোন জাতি ও ধর্মের নাম ছিলনা। ”কেহ কেহ ভরতবর্ষকে হিন্দুস্থান বলে উল্লেখ করে থাকেন।
সংক্ষেপে এ উপমহাদেশকে ’হিন্দ’ বলাও হয়েছে। ” ১৯০০ খৃষ্টাব্দের পর ফারসী হিন্দুস্থান শব্দটি হিন্দি ’হিন্দুস্থান’ মব্দে রুপান্তিত হয়। কেহ কেহ মনে করেন হিন্দুস্থান হিন্দুর দেশ অথবা হিন্দুস্থানে যারা বাস করেন তারাই হিন্দু। আবার একদল মনে করেন মুসলমান এবং আর দুএকটি জাতি ছাড়া সকলেই হিন্দু বা হিন্দুস্থানী।
কিন্তু আসল কথা হচ্ছে যাকে আগে আর্যাবর্ত বলাহত সে উত্তর ভারতকেই হিন্দুস্থান বলা হত।
১৮৫৭ সালের মহা অভ্যুত্থানের পরেও ভারতীয় হিন্দু ও মুসলমান নেতারাই ’ভারতীয়’ অর্থে ’হিন্দুস্থানী ’ শব্দ ব্যবহার করা শুরু করেছেন। ” এসব দৃষ্টান্ত অভ্রান্তরুপে প্রমান করে যে হিন্দুস্থান শব্দটির কোনও ধর্মীয় তাৎপর্য নেই, যা আছে তা বিশুদ্ধ ভৌগোলিক তাৎপর্য”।
পারস্যের ইরানের লোকেরা সর্বশক্তিমান উপাস্যকে বলতো অহুর। ভারতীয় জিহ্বায় অহুরের ’হ’ ’স’ হয়ে অসুর হয়ে যায়। তেমনি পারিসকরা ভারতের সিন্ধু নদের ’স’ বা ’সিন’ কে পরিবর্তন করে ’হ’ করে দেয়, ফলে সিন্ধু হয়ে যায় হিন্দু।
এভাবে তারা সিন্ধু নদের তীরবর্তী অধিবাসীদের হিন্দু বলতে শুরু করে। ’সিন্ধুর উচ্চারণ যেমন পারসীদের যেমন পারসীদের জিহ্বায় হিন্দু হয় তেমনই গ্রীকদের জিহ্বাতে ইন্দু এবং ইন্দু থেকেই ইন্ডিয়া শব্দটির উৎপত্তি। ’
হিন্দুর হিন্দুত্ব ও এ শব্দের গৌরবের সাথে পারস্য বা ইরান এবং আরবদের অবদান মিশে আছে। তাই রমেশচন্দ্র মজুমদার লিখেছেন ;
As is well known, Hindu, modified form of Sindhu, was originally a geographical term used by the western foreigners to denote, first the region round the Sindhu river, and then the whole of India. The Indians, however, never called themselves by this name before the Muslim conquest. (The History and Culture of the Indian People : R. C. Majumder)
___________________________________
সূত্র: চেপে রাখা ইতিহাস, গোলাম আহমাদ মোর্তজা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।