বিশ্বে টানা পাঁচ প্রান্তিক ধরে বিক্রি কমছে পার্সোনাল কম্পিউটারের (পিসি)। গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের তথ্যমতে, এ বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বে মোট সাত কোটি ৬০ লাখ পিসি বাজারজাত হয়েছে, যা গত বছর থেকে ১০.৯ ভাগ কম। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, পিসির ইতিহাসে এটি সবচেয়ে দীর্ঘ বিক্রয় পতন।
গার্টনারের মতে, ট্যাবলেটের উঠতি জনপ্রিয়তার কারণে কমে যাচ্ছে পিসি বিক্রি। পিসি বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলছে ট্যাবলেট ডিভাইসের স্বল্পমূল্য।
গার্টনারের প্রধান বিশ্লেষক মিক্যাকো কিটাগ্যাওয়ার মতে, “উঠতি বাজারে সস্তা ট্যাবলেটগুলোই অনেকের কাছে প্রথম কম্পিউটিং ডিভাইস হয়ে উঠছে।”
গবেষণা প্রতিষ্ঠান আইডিসির কিছুটা ভিন্নভাবে এ হিসেব করে। তাদের তথ্যমতে, একই সময়ে বিশ্বে চালানকৃত পিসি সাত কোটি ৫৬ লাখ। যা গত বছরের তুলনায় ১১.৬ ভাগ কম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।