আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার আন্না হাজারে

হরিয়ানার হিসার সংসদীয় আসনের উপনির্বাচনে কংগ্রেসের ভরাডুবি নিয়ে ব্লগে সরব হলেন আন্না হজারে। নিজের লেখায় তিনি কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন। নিজের ব্লগে আন্না লিখেছেন, কংগ্রেসের পরাজয় নিশ্চিত করতে টিম আন্না হিসারে গিয়েছিল। কিন্তু সাধারণ মানুষের দাবি কেন সরকারের কাছে পৌঁছল না তা আমার বোধগম্য হচ্ছে না। হিসারে তাঁদের কংগ্রেস বিরোধী প্রচারের ‘সাফল্যে’ উত্সাহিত আন্না ফের হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, সংসদের শীতকালীন অধিবেশনে সরকার জনলোকপাল বিল অনুমোদন না করালে তিনি দেশের পাঁচ রাজ্যে কংগ্রেসের বিরুদ্ধে প্রচার চালাবেন।

নিজের গ্রাম রালেগাঁও সিদ্ধির সরপঞ্চের সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বৈঠক সম্পর্কেও নিজের অবস্থান ব্যাখ্যা করে আন্না বলেছেন, তিনি কংগ্রেসের সঙ্গে কোনও আলোচনা করছেন না। তবে আলোচনাই সমাধানে পৌঁছানোর একমাত্র পথ বলেই তিনি মনে করেন.কংগ্রেসের এক সাংসদ রালেগাঁও সিদ্ধিতে এসে সেখানকার উন্নয়নমূলক কাজকর্ম ওই সাংসদ প্রভাবিত হয়ে এ ব্যাপারে রাহুল গান্ধীকে জানান। এ জন্যই রাহুল ওই গ্রাম দেখার আগ্রহ প্রকাশ করেছেন। এব্যাপারে তিনি কারো সঙ্গে যোগাযোগ করেননি বলে জানিয়েছেন আন্না। নিজের মৌনব্রত সম্পর্কে আন্না লিখেছেন, অনশন আন্দোলন শেষ হওয়ার পর থেকেই তাঁর শরীর ভালো নেই।

তার ওপর বহু লোকের সঙ্গে কথা বলে তাঁর শরীরের ওপর আরও প্রভাব পড়েছে। আর শুধুমাত্র এই কারণেই তিনি মৌন পালন করছেন বলে জানিয়েছেন আন্না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.