আমাদের কথা খুঁজে নিন

   

সারাদিন (২৮-০৭-১১)

যাহা বলি সত্য বলি.... শিল্পকলা একাডেমী এক্সপেরিমেন্টাল থিয়েটার হল : স্বপ্নদলের নাটক 'চিত্রাঙ্গদা' সন্ধ্যা ৭টায়। ষ স্টুডিও থিয়েটার হল : হঠাৎ নাট্য সম্প্রদায়ের নাটক 'পাদুকা বর্জন' সন্ধ্যা ৭টায়। চলচ্চিত্র স্টার সিনেপ্লেক্স গেরিলা [১১টা, ১টা ৪৫, ৪টা ৩০, ৭টা ১৫]। দ্য টোয়াইলাইট সাগা : এক্লিপস [১০টা ৫০, ১টা ১৫, ৫টা ৪৫, ৮টা ১০]। গ্রৌন আপস [১১টা ১৫, ৩টা ৩০, ৫টা ৩০, ৭টা ৩০]।

ষ রেসিডেন্ট এভিল : আফটারলাইফ [১টা ৩০, ৩টা ৪৫]। চিত্রকলা/আলোকচিত্র বেঙ্গল শিল্পালয় : কিবরিয়া সংগ্রহের প্রদর্শনী চলবে ৩১ জুলাই পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা-রাত ৮টা। আঁলিয়স ফ্রঁসেজ লা গ্যালারি : দলীয় চিত্রকর্ম প্রদর্শনী 'ট্রিলয়' চলবে ২৯ জুলাই পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা-রাত ৮টা।

গ্যালারি জুম : রুমানা খন্দকারের 'ফ্যাশন মাই ইন্সপিরেশন' শীর্ষক একক পোশাক প্রদর্শনীর শেষ দিন। সময় বিকেল ৩টা থেকে রাত ৮টা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।