আমাদের কথা খুঁজে নিন

   

সারাদিন সারারাত

মুহাম্মাদ রিয়াজ উদ্দিন

ব্যস্ত সময় কাটে কলেজ পড়ুয়া রাসেলের। সকাল থেকে ওর ব্যস্ততা বাড়তে থাকে। মুঠোফোনটাও মাঝে মাঝে সেটা আরও বাড়িয়ে দেয়। হঠাৎ শায়লার ফোন বেজে ওঠে। কী সংবাদ শুনে রাসেল দ্রুত বাসা থেকে বেড়িয়ে পরে।

সোজা কলেজে। শায়লার মুখোমুখি রাসেল। আজো রাসেল তুই সব ভুলে গেছিস? শায়লার প্রশ্ন। কী ভুলে গেছি তা বলবি তো? রাসেল শায়লার দিকে চেয়ে থাকে জিজ্ঞাসু চোখে। ওদের পাশে কয়েক জন এসে দাড়ায়।

রাজু, নয়ন, বাপ্পি,তন্বী। হ্যাঁ রাসেল আজ আমাদের যে কাজ করার কথা ছিল তা তুই ভুলে গেছিস? নয়নও এবার কথা বলল। রাসেল সব কিছু জেনেও আজ কিছুই মনে নেই। আজ আমাদের ইংরেজি ম্যাডামের বাসায় যাওয়ার কথা। দুদিন পরই তো ম্যাডাম বিদেশ চলে যাবেন।

তিনি আমাদের কি যেন বলবেন। সবাই ম্যাডামের বাসায়। নয়নের পাশে বাপ্পি। আস্তে আস্তে কথা বলছে। তোমরা এসেছ আমি অনেক খুশি হয়েছি।

তোমাদের যে কথাটি বলার জন্য এখানে এনেছি। আমি কয়েক দিন পরই এই কলেজ থেকে চলে যাবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।