আমাদের কথা খুঁজে নিন

   

আমি হারিয়েছি আমাকে

নিঃসঙ্গচারি আমি হারিয়েছি আমাকে ফকির নওশাদ আলম নসু আমি হারিয়েছি আমাকে আমি আমাকে কোথায় খুজি ? আমার আত্মার মাঝে ? ওখানে সুধু শূন্যতা । আমি আকাশে খুঁজেছি তোমাকে নীল থেকে নীলের ভিতরে, সেখানেও শূন্যতা । আমি খুঁজেছি আমাকে , আমার অস্তিত্তে , আমার হৃদয়ের মেলবন্ধনে, সেখানে বন্ধন ছিন্ন , আমি ভেবেছি হয়ত আমায় পাব, তোমার চোখে, ওহ! না ওখানে জ্বলন্ত অগ্নির ফুলকিতে , আমার ভস্মীভূত দেহ। তোমার ঠোঁটে , না ওখানে আরেক জোড়া ভিন্ন ঠোটের গন্ধ , তোমার বুকে , ওখানে কোন এক পুরুষের তীব্র পারফিউমের আবেসে সুগন্ধ আমি আমাকে কোথায় খুজি? তোমার ভেতরে ? তোমার বাহীরে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।