আমাদের কথা খুঁজে নিন

   

সৌদিতে ৮ বাংলাদেশীর মৃ্ত্যুদন্ড এবং আমাদের দেশের কিছুসংক্ষক মাথামোটা বুদ্ধিজীবিদের কর্মকাণ্ড

যে দেশের যে আইন। .. আমাদের দেশে ফাঁসিতে ঝুলিয়ে মৃ্ত্যুদন্ড কার্যকর করা হয় । অপরাধ করেছে সাঁজা পেয়েছে। এটা নিয়ে extra বাড়াবাড়ি সত্যিই হাস্যকর। অপরাধী কে আইনের মাধ্যমে শাস্তি না দিলে তখন আবার আমরাই হৈচৈ করি... এই হলো বাঙালীর স্বভাব।

একটাকিছু পেলেই হলো... অথচ একবারো ভাবা হচ্ছে না যে, ঐ ৮ জনের জন্য বিদেশে অবস্থারত অন্য নিরিহ বাংলাদেশীরা কোন পর্যায়ে নেমে গেল। আমাদের বুঝতে হবে যে, বাংলাদেশের মত আইন প্রনোয়ণ এবং কার্যকরের ক্ষেত্রে অন্য দেশে দুর্নীতি হয় না। মৃ্ত্যুদন্ডপাপ্ত আসামী কে ক্ষমা করা হয় না... আমাদের দেশের কিছু মাথামোটা বুদ্ধিজীবি শ্রেণী আন্দোলনের নামে মিডিয়ায় মুখ দেখানোয় ব্যস্ত। আজকে শাহবাগে আরেক আতেল গ্রুপ গা'য়ে দড়ি বেঁধে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে। ভাব কারে কয়... এসব ফালতুমির কোন মানে নেই ।

মাথামোটারা আন্দোলনের নামে ভন্ডামী করছে। এই এরাই রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কথা বলে আবার ভোট দেওয়ার সময় ওদেরকেই ভোট দেয়। দুর্নীতি গ্রস্থদের ভোট দেওয়া ঐ চামচা শুয়োর বাংলাদেশীদের জন্যই আজকে দেশের কোন উন্নতি নেই... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.