আমাদের কথা খুঁজে নিন

   

বরিশালে সৌদিয়া বাসে অগ্নিকান্ড (পাইলটরা পরীক্ষা বিনা লাইসেন্স পেলে কেমন হয়?)

জীবন চলা মানে প্রতিক্ষন জীবনান্তের দিকে এগিয়ে চলা আজ সকাল সোয়া দশটায় বরিশাল দপদপিয়া ব্রীজের এ্যাপ্রোচ রোডের মোড়ে একটি সৌদিয়া বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ধুঁয়ায় আচ্ছন্ন বাসটি থেকে যাত্রীরা প্রানভয়ে তাড়াহুড়া করে নেমে পড়ে। তবে, মালপত্র কিছু কিছু সরানো সম্ভব হলেও সব সরানো সম্ভব ছিলোনা। কারন, যদি বিষ্ফোরন এর মত কোন ঘটনা ঘটে তাহলে অবস্থা আরও মারাত্নক হতে পারে । ফায়ার সার্ভিসকে খবর দিয়ে এবং বালতিতে করে যেটুকু সম্ভব পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চলছিলো।

( আমি ছবি তুলি ও ভিডিও করি কম্পিউটারে ট্রান্সফারও করি কিন্তু এই লেখায় যোগ কিভাবে করতে হবে জানিনা পাশে একটা ছবি আপলোডের অপশন আছে সেখান থেকেও পারলামনা, উপরের ছবি যোগ করুন অপশনে গেলে য়ুআরএল চায়। ) যাইহোক আমার জরুরী কাজ ছিলো বিধায় চলে যেতে হয়। বাসটি চট্টগ্রাম থেকে কুয়াকাটা আসছিলো এত দূরের পথে চলার জন্য যেমন ফিট গাড়ী দরকার তেমনি ফিট ড্রাইভারও দরকার। শাহজাহান খান বলবেন দুর্ঘটনার জন্য ড্রাইভার দায়ী নয়। গাড়ীর মালিক দায়ী ।

ঠিক কথা। তবে গাড়ী ঠিকআছে কিনা, রেডিয়েটরে পানি আছে কিনা, এটা ড্রাইভার জানবেনা ? গাড়ী ওভার হিট হয়ে গেল ড্রাইভার টের পেলনা। যখন আগুন ধরে গেল তখন ড্রাইভার বুঝলো," অ! আগুন ধরছে, তাইলেতো গাড়ী থামাইতে অইবো" অথচ ড্রাইভারের জানতে হবে রেডিয়েটর কি? ব্রেক ফ্লুইড কি, ইঞ্জিন অয়েল কি এগুলোর কাজ কি । নাহলে হার্ড ব্রেক না ধরে হালকা ব্রেক ধরছে এমন গাড়ী নিয়েও তো ঐ ড্রাইভার যাত্রী বোঝাই করে রওনা দেবে। এবং দুর্ঘটনা ঘটিয়ে বলবে, "গাড়ীর ব্রেক ফেল হইছে আমার কোন দোষ নাই।

" আমি বলতে চাচ্ছি শুধু গাড়ী চালাতে জানলেই ড্রাইভার হওয়া যাবেনা, গাড়ীর কন্ডিশন জানার জন্য ড্রাইভারের কিছু কারিগরি প্রশিক্ষন প্রয়োজন । প্রশিক্ষন প্রাপ্ত ড্রাইভারের হাতে যাত্রীরা যেমন নিরাপদ তেমনি মালিকের লক্ষ লক্ষ টাকা মূল্যের গাড়ীও নিরাপদ। তাই ড্রাইভিং লাইসেন্স দেওয়ার আগে অবশ্যই পরীক্ষা নিতে হবে এবং পরীক্ষা এমন হতে হবে যাতে প্রশিক্ষনপ্রাপ্ত এবং দায়িত্ব বোধ সম্পন্ন ব্যক্তিই লাইসেন্স পায়। ভাগ্যিস বিমানের পাইলটরা চেক লিষ্টের সাথে ইন্সট্রুমেন্ট চেকিং মিলিয়ে নিয়ে তারপর ফ্লাই করেন এবং লাইসেন্স পাওয়ার আগে যথাযথ ট্রেনিং নেন এবং নির্দিষ্ট ফ্লাইং আওয়ার ফ্লাই করে পর্যায়ক্রমে দক্ষতা অর্জন করেন। আমাদের মন্ত্রী যদি তাদের নেতা হয়ে বলতেন প্লেন চালাতে জানলেই হবে পরীক্ষা নেওয়ার দরকার নেই লাইসেন্স দিয়ে দিন তাহলে যে কি হতো ভাবতে পারছিনা, অবশ্য ঐ পাইলটরা বাংলাদেশের বাহিরে ফ্লাই করতে পারতোনা কারন মন্ত্রী আমাদের প্রান নিয়ে ছিনিমিনি খেলতে পারলেও সারা পৃথিবী তো আর কিনে নেননি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।