আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের অভিজ্ঞতা শেষ দিনের অনুভূতি

অামি জানি না ........... আমি বিশ্ববিদ্যালয়ের শেষ একাড়েমিক ধাপের জন্য এখন অপেক্ষা করছি । আর কয়েক ঘন্টা দেরি আছে এই পর্ব শেষ হতে , মাষ্টার্সের ভাইভা আগামীকাল । তাহলেই শিক্ষা জীবনের সমাপ্তি হবে। আর এই দিনে প্রথম যে দিন বিশ্ববিদ্যালয়ে পা রেখেছিলাম সেই দিনের কথা মনে পরছে। আমি ১৫ ই এপ্রিল ,২০০৬ প্রথম ক্লাশ শুরু করেছিলাম ।

আমাদের কে আনুষ্ঠানিক ভাবে ড়িপাটমেন্টের বড় ভাই আপুরা বরণ করে নিয়েছিল । মনে আছে ঐ দিন আমাদেরকে গিফট আর ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করেছিল । প্র্রথম দিন অমার পাশে য়ে বসছিল সে এখন কানাড়া । আর আমার সাথে পিছনে বসেছিল তারা আজ দুজন স্বামী-স্ত্রী । তারা ক্যাম্পাসের সফল প্রেমিক জুটি।

কাল তারাও ভাইভা দিবে একসাথে । প্রথম দিন নিজেকে অনেক সুখী সুখী মনে হতে ছিল । কিন্তু তাতে ভাটা পড়ল যখন হলে উঠলাম । ঐ দিন রাতেই হলে উঠি। আমার ডিপাটমেন্টের ৪ বন্ধুর এক হলে ছিট ছিল ।

সারা সন্ধ্যা হলের সামনের পুকুর ঘাটে অপেক্ষা করে রাত ৮ টায় একটা গণ রুমে আমাদের থাকার ব্যবস্থা হলো। রুমে যেয়ে সাবাই জায়গা দখলে ব্যস্ত হলো । এরপর সবাইকে মিছিলে যেতে বলল সিনিয়ররা। মিছিল জীবনে কখনো করি নাই তাই গলা দিয়ে শ্লোগান বের হতেছিল না কারও । বড় ভাইদের ঝাড়ি তে জোর হলো ।

মিশিল পরবর্তী সমাবেশ শেষে আমাদের কে চা আর বিস্কুট খেতে দেওয়া হলো । এরপরে রুমে ফিরে এলাম । ৪ জনের রুমে ১৮ জন , আমরা আসব বলেই সব চৌকি বের করে দেওয়া হয়েছিল । রুমে ফিরে এসে দেখি ব্যাচ ধরে বড় ভাইয়েরা আসছে । তারা যাকে পছন্দ হচ্ছে তাকে নিয়ে যাচ্ছে ।

আর সবাই মিলে শিক্ষা দিচ্ছে কিভাবে হলে থাকতে হবে কি করতে হবে । এর ভিতর হালকা rag ও চলছিল। আমাকেও কয়েক ভাই তাদের পছন্দ করল এবং তাদের রুমে নিয়ে গেল। নিয়ে গিয়ে rag দেওয়া শুরু করল । তাদের রুম শেষে আরও কয়েক ভাইয়ের রুমে গেলাম ।

যথারীতি rag চলল । গভীর রাতে রুমে যেয়ে দেখি দরজা বন্ধ । টিভি রুমে গেলাম । মনে হলো রাত টা মনে হয় টিভি রুমেই কাটাতে হবে। একটু পর এক বড় ভাই আসল সে হালকা rag দিলো অবশ্য সেই আমাকে রুমে দিয়ে আসল ।

প্রথম দিন রাতে অনেক কষ্ট লাগতে ছিল । মনে হতে ছিল কেন এখানে ভর্তি হলাম । অবশ্য আরো অনেক রাত বড় ভাইদের রমে যেতে হয়েছিল rag খাওয়ার জন্য । তখন কষ্ট পেতাম না বরং মজায় পেতাম । আর সবাই rag শেষে রাতে খাওয়াতে নিয়ে যেত ।

রাতের ক্যাম্পাস অনেক মজার লাগত । আজ সেই প্রথম দিন অতীত , ক্যাম্পাস ছেড়ে চলে যেতে হবে । ভাবতেই অনেক কষ্ট লাগছে। আর অনেক কষ্টের মাঝে এই শেষ দিনে প্রথম দিনের স্মৃতি হাতড়ে ফিরছি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.