আমাদের কথা খুঁজে নিন

   

জার্মান সংগীতশিল্পী Jens Friebe

শারদশশীর অনন্ত অপেক্ষায় তোর চোখের সবুজ রঙ আকাশনীল হয়ে গেলে ঠিক ধরে নিস আমি হারিয়ে গেছি ঘাসেদের দলে... Jens Friebe জার্মান সংগীতশিল্পী। এর পাশাপাশি তিনি সংগীত নিয়ে সাংবাদিকতাও করে থাকেন। তিনি দর্শন, ইংরেজী সাহিত্য এবং সংগীতে পড়ালেখা করেছেন। নিজের সলো ক্যারিয়ার শুরু করার আগে তিনি বেশ কিছু ব্যান্ডের সাথে বাজাতেন ও গাইতেন। ২০০৪ সালে Vorher Nachher Bilder নামে নিজের একক অ্যালবাম প্রকাশ করেন।

অ্যালবাম টি দারুণ প্রশংসিত হয়। Jens Friebe'র গানগুলোকে সাধারণত পপ, ইলেক্ট্রো পপ। সিন্থ পপ এবং ইউরো ডিসকো বলা হয়ে থাকে। ডিসকোগ্রাফিঃ # Before After Pictures (2004) # Vorher Nachher Bilder – Remixe (u. a. von Hans Nieswandt ), EP (Scheinselbständig/ Kompakt , 2005) # In Hypnose (2005) # Lawinenhund – Remixe ( 2006) # Das mit dem Auto ist egal, Hauptsache dir ist nichts passiert ( 2007) এছাড়াও ২০১০ এ তিনটি সিঙ্গেল বের হয়েছে। সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন Jens Friebe।

জার্মান সাংস্কৃতিক সংস্থা Goethe-Institut Bangladesh এর ৫০ বছর পূর্তি উপলক্ষে তাদের আমন্ত্রণে বাংলাদেশে আসেন তিনি। ১১ অক্টোবর চট্টগ্রামে এবং ১৩ তারিখ ঢাকার Goethe-Institut এর বার্লিন হলে দুটি কনসার্ট করেন। দ্বি-জাতি এই কনসার্টে বাংলাদেশ থেকে পারফর্ম করে ব্ল্যাক। কনসার্টের পোশাকি নাম ছিলঃ "Jens Friebe and band meet Black" কনসার্টের প্রোমোঃ ১৩ তারিখের কনসার্টে আমার যাবার সৌভাগ্য হয়েছিল। (অবশ্য ব্ল্যাক ছিল বলেই গিয়েছিলাম!) ভাল লাগল Jens Friebe'র গান।

কনসার্টের শেষের দিকে Jens Friebe ব্ল্যাকের সাথে ব্ল্যাকেরই গান "ব্লুজ এবং রোদ" গেয়ে সবাইকে চমকে দেন। Jens Friebe'র কয়েকটি গানঃ অফিসিয়াল ওয়েবপেজ (জার্মান ভাষায় লেখা)।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.