আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচনী ভাবনা- আগামী জাতিয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন "বাংলাদেশ আওয়ামিলীগ" দলের দূর্বলতা

সামওয়ান উইল উইন দ্য রেস নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতিয় সংসদ নির্বাচন এর কথা বলে আসছে বিএনপি। এই দাবীতে তারা তথাকথিত আন্দোলনও করে আসছে। সেই আন্দোলন বারবার "আউট অব ফোকাস" হয়ে যাচ্ছে বিএনপির জামাত তোষণ ও জামাতের রাহুগ্রাস থেকে বের হয়ে আসতে না পারার জন্য। যাহোক আমি নিজে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে এবং আশা করি বিএনপি সামনের দিনে সত্যিকারের আন্দোলনের মাধ্যমে এই দাবী আদায় করতে সক্ষম হবে। যদি এমনটি হয় তবে বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামিলীগের আমার মতে দু'টি প্রধান দূর্বলতা রয়েছে।

চাইলে অনেক দূর্ণীতির কথা বলা যেতে পারে তবে আমি মনে করি ভোটের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে- ১. ছাত্রলীগের ইমেজ সংকট ২. ধর্মীয় অনুভুতি কেউ কেউ হয়ত শেয়ার বাজার, হলমার্ক বা ডেস্টিনি বিষয়গুলো সামনে নিয়ে আসতে চাইতে পারেন তবে বিশ্বাস করুন ভোটের রাজনীতিতে এগুলো খুব একটা প্রভাব বিস্তার করবে না। ধর্মীয় অনুভুতি বিষয়ক বিষয়টির দায়ভার ক্ষমতাসীন দলের নয়। বরং "আমারদেশ", প্রধান বিরোধীদল এবং জামাতের নোংরা খেলার বলি বলা যেতে পারে সরকারকে। কিন্তু ছাত্রলীগের লাগামহীন আচরণ, ভয়ঙকর অপরাধের দায়ভার সম্পূর্ন এবং সম্পূর্ণরূপে আওয়ামিলীগের উপর বর্তায়। বিশ্বজিৎ হত্যার বিষয়টি এতটাই নগ্ন, পৈশাচিক, ভয়ঙকর এবং পাশবিক ছিল যা একটি দলের জন্য জনতার ম্যান্ডেট না পাওয়ার জন্য যথেষ্ট মনে করি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.