শহরতলী, গ্রামে-গঞ্জে নির্বাচনের হাওয়া সকাল দুপুর সন্ধ্যা রাতে যায়রে সালাম পাওয়া। অমুক ভাই আর তমুক ভাইয়ে ডোর থেকে ডোর ঘুরে সবাই কত আপন এখন, কে্উ থাকে না দূরে! মোরগ, হাতী, গরুর গাড়ি মার্কা আছে কতো- আনারস আর আম, কাঁঠালও প্রতীক মনের মতো। কে্উ বা আবার ব্যতিক্রমী সেলাই মেশিন, ঘড়ি- কারো প্রতীক দা-কুড়ালও কে্উ বা হাতের ছড়ি! বই-খাতা বা কম্পি্উটারও মার্কা যে ভাই কারো ক্রিকেট ব্যাটও বাদ পড়েনি মার্কা আছে আরো! আমরা যারা আম জনতা তাদের পিছে ঘুরি তাদের সালাম পাচ্ছি এখন করুক পরে চুরি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।