উপজেলা পরিষদ নির্বাচন আসন্ন। চারিদিকে নির্বাচনি আমেজ। আর তাই ননস্টপ সভা, সেমিনার, পোস্টারিং, মাইকিং, কেনভাসিং। এর মাঝে যেটি সবচাইতে কর্ণাকর্ষণ করে তা হচ্ছে মাইকিং এর মাধ্যমে নির্বাচনী প্রচারণা। আর সকল প্রার্থীরই কিছু কমন প্রচারণা।
আর তাকে ঘিরেই একটি রূপক পোস্ট ও আমার কিছু প্রশ্ন। আবারও বলছি, এটা কিন্তু ফান পোস্ট। যাদের ফান ভালো লাগে না, তারা এখানেই দয়া করে পড়া স্টপ করুন।
আসসালামুআলাইকুম। আসন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী-জনদরদী-গরীবের বন্ধু(*বন্ধু না শত্রু?)-এই এলাকারই কৃতিসন্তান(*কোন কৃতিত্বে ওনার অবদান?)-বিশিষ্ট্য সমাজসেবক(*সমাজসেবক হইলে আর ইলেকসন কেন?)-আপনাদের সকলেরই সুপরিচিত(*খোমাখান কোনোদিন দেখছি বইলাতো মনে পরে না!) "আলাউদ্দীন খান আলু ভাই"-কে "বাঁশ" প্রতীকে আপনার মহামূল্যবান ভোটটি দিয়ে উপজেলাবাসির সেবা করার সুযোগ দিন(*নাকি জনগণের সম্পদ আত্মসাদের সুযোগ?)।
সামনে আসছে শুভদিন,
বাঁশ মার্কায় ভোট দিন।
(*শুভদিন না দুর্দিন?)
মা-বোনদের কাছে বলে যাই,
বাঁশ মার্কায় ভোট চাই।
(*বাপ-ভাইয়েরা কি দোষ করলো?)
বাঁশ মার্কা দেখিয়া,
ভোট দেবেন হাসিয়া।
(*হাইসা কি পাঁচ বছরের কান্নারে আমন্ত্রণ জানামু?)
আলু ভাইয়ের মার্কা কি?
বাঁশ আমরা পেয়েছি।
(*ইডা ঠিকাস্সে।
)
সবাই বলে আল্লাহ্ আল্লাহ্,
বাঁশ যাবে ইনশাআল্লাহ্।
(*এই বিশ্বাস থাকলে আর অতো নাচানাচি কেন?)
দিকেদিকে একি শুনি?
বাঁশ মার্কার জয়ধ্বনি।
(*মাইকের আওয়াজ যেই দিক থেইকা আইতাছে তা ছাড়া অন্যদিকে শুনিনা কেন?)
আলু ভাই তুমি এগিয়ে চলো,
বাঁশ আছে তোমার সাথে।
(*এইডাতো থাকবই!)
এক দুই তিন,
বাঁশ মার্কায় ভোট দিন।
(*আমার ভোট আমি দিমু!)
চার পাঁচ ছয়,
বাঁশের হবে জয়।
(*কোন যতিশী কইছে?)
সাত আট নয়,
বাঁশ যাবে সবাই কয়।
(*কই! আমিতো কইতে শুনিনা!!)
দশ এগারো বারো,
বাঁশ মার্কায় সিল মারো।
(*আমার যেইহানে ইচ্ছা সেইহানে মরুম। )
সিল মারো ভাই সিল মারো,
বাঁশ মার্কায় সিল মারো।
(*কেন?)
আলু ভাইয়ের সালাম,
সকল উপজেলাবাসির কাছে পৌঁছে দিলাম।
(*আমার ঘরেতো আসে নাই!!!)
আলু ভাইয়ের সালাম নিন,
বাঁশ মার্কায় ভোট দিন।
(*সালাম নিলেই ভোট দেওয়া লাগবো, এই কথা কোন সংবিধানে আছে?)
পরিশেষে,
আমি আমার তারকাচিহ্নিত প্রশ্নসমূহ এই ক্ষুদ্র ব্লগে উত্থাপন করলাম.....।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।