আমাদের কথা খুঁজে নিন

   

আমার সারাটি দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে ক. টরেন্টোতে গত ৩-৪ সপ্তাহের মধ্যে বেশিরভাগ দিনই মেঘলা, মাঝে মাঝে ধুমিয়ে বৃষ্টি (গত সপ্তাহের কয়েকদিন ব্যতিক্রম)। দুপুর থেকে আজ ধূমিয়ে বৃষ্টি। দেশের বৃষ্টির মত এই বৃষ্টিও আনমনা করে দেয়। গাড়ী চালাতে চালাতে ছাদে বৃষ্টির শব্দে ফিরে যাই পর্দা ঢাকায় রিক্সায়। আহা স্বদেশ! খ. প্রেম করার সময় কত কাংখিত ছিল এই বৃষ্টি! বৃষ্টিতে রোমান্টিসজ বাড়তো, এসএমএস পাঠানো যেত, আর রিক্সায় ঘুরাঘুরির ব্যাপার তো ছিলই!! বিবাহই প্রেমের মৃত্যু, কোন জ্ঞাণী লোক এটা বলে গিয়েছিল জানি না...কিন্তু তার পায়ের ধূলি নিতে ইচ্ছা করছে।

আজ বৃষ্টি নিয়ে ৩ মিনিট বৌয়ের ঝাড়ি শুনলাম। হায় সেই রোমান্স!! গ. রবিন্দ্রনাথের একটা গান তখনও খুব প্রিয় ছিল..এখনও আছে। এই অসাধারণ গান কত তরুণ-তরুণীর সর্বনাশ করেছে কে জানে!! একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি । । কিছু পলাশের নেশা কিছু বা চাঁপায় মেশা।

তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি। । রচি মম ফাল্গুনি। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে । যেটুকু যায়রে দূরে ভাবনা কাঁপায় সুরে।

তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি । । রচি মম ফাল্গুনি। ঘ. আমার বাসার ল্যাপটপ থেকে ব্লগে আসতে পারি না। টাইম আউট এরর দেখায়।

প্রক্সি দিলে ঢুকতে পারি...কিন্তু সে আরেক হ্যাপা...ব্লগের আইটি বিভাগ আমাকে মনে হয় পছন্দ করে না (কান্দনের ইমো হইবে)। ঙ. সবশেষে একটি জোক্স। এক বিবাহিত পুরুষের ষষ্ঠ বিবাহ-বার্ষিকী। বৌকে বিশেষ উপহার দেবার মানষে সে এক কোম্পানিতে উপহার অর্ডার দিল। উপহারের উপরে প্রিন্ট করতে বললো ৬ষ্ঠ।

উপহার যথারিতী ডেলিভার হলো। বৌয়ের কাছে গেল। রাত ১২ টার সময় বৌ বললো শুভ ৭ম বিবাহ বার্ষিকী!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।