আমাদের কথা খুঁজে নিন

   

তোমারও চোখে কি দিন কাটে বছর হয়ে , হিমঝড় বয়ে যায় সারাটি বেলা.......

shamseerbd@yahoo.com
আচ্ছা ঘটনা কি বলতো , ইদানিং তোমার লেখালেখি এত কমে গেছে কেন !!! কমে গেছে, কারন লেখালেখির টপিকস খুজে পাচ্ছিনা, লেখা লেখির জন্যত কোন একটা আইডিয়া দরকার, টপিকস দরকার !!! মানে কি ? মানে হচ্ছে লেখালেখির জন্য কিছু খুজে পাচ্ছিনা !!! এটা কোন ধরনের কথা, দেখ তোমার লেখালেখি বন্ধ করলে কিন্তু চলবেনা । আরে লেখা না আসলে আমি কোথা থেকে লিখব। সেটা আমি জানিনা, কিন্তু তোমাকে লিখতে হবে, এটাই হল কথা । আরে জোর করে কি লেখা যায় নাকি !! অতকিছু জানিনা, তোমাকে লিখতে হবে, কথা ফাইনাল। হুমমম, ভাবছি গান লিখব। মানে....... মানে হচ্ছে গানের লিরিকস লিখব। তুমি আবার লিরিকস লেখা শুরু করলে কবে থেকে? আগে লিখিনাইত, এখন শুরু করব। গান লেখা অত সোজা নাকি? অত সোজা না যে তাত জানি....... তাহলে ......... সমস্যা অন্যখানে....... কি সমস্যা ! যে গান গুলো এখন আমার লেখার কথা, সেগুলো সব আগেই কেউ না কেউ লিখে ফেলছে মানে.......... মানে হচ্ছে পিসিতে গান শুনছি, আর শোনার পর মনে হচ্ছে, আরে এটাত আমার লেখার কথা, কিন্তু অন্য কেউ লিখে ফেলছে আমার আগে। কোন গানটা.......... কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা কেউ না জানুক কার স্মরনে, কেউ না জানুক কার কারনে ....................... ও তাই নাকি, এটা তোমার লেখার কথা বুঝি !!! হুমম তারপর যেটা লিখতাম সেটা হচ্ছে- মনটা তোমার হত যদি আবেগী এক নদী সে নদীতে ভেসে যেতাম আমি নিরবধি আচ্ছা, তাই নাকি, তো আমাকে কি করতে হবে ! তাও কি আমাকে বলে দিতে হবে নাকি, ঐ গানটা শোন নাই- শুধু পথে পথে হেঁটে চলা আর হেঁটে যেতে যেতে থেমে বলা ভালবাসি জানি অবিরাম ভাললাগা আর তারা গুনে গুনে রাত জাগা ভালবাসি, হুমমম ভালবাসি !!! এটাও কি তোমার লেখার কথা ছিল নাকি ? হ্যাঁ আমারইত লেখার কথা ছিল, কিন্তু !!! কিন্তু কি ? তুমি এলে রংধনু হাসে হৃদয়ের মেঘলা আকাশে একটি ফড়িং মেতে উঠে প্রান্তর জোড়া ঘাসে !!!! তোমারত দেখি মাথা প্রায়ই খারাপ হবার পথে !! পথে কি, পুরাই খারাপ হয়ে গেছে বলে দিতে কস্ট হচ্ছে নাকি !!! তোরে পুতুলের মত করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখব আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখব আমি নেই নেই নেইরে যেন তোরি মাঝে হারিয়ে গেছি !!! হইছে আর ঢং করা লাগবেনা । তোমার মনে হচ্ছে আমি ঢং করতেছি এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি এক পাশে সাগর এক পাশে বালি আমার ছোট তরি বল যাবে কি.......... এখনও বলে দিতে হবে , আর কয়বার বলব আমার কি বলতে ইচ্ছা করে জান ? কি........... আমার মনের আকাশনীড়ে তুমি ধ্রুবতারা শূন্যজীবন হবেনা পূরন জানি তুমি ছাড়া !!!! কখনো কখনো ইচ্ছা করে প্রান খুলে বলি তোমায় ভালবাসি তোমায় মেয়ে তুমি কি বাস আমায় !!!! কখনো কখনো, কেন সবসময় বলতে ইচ্ছা করেনা ? বলবেনা কেন, কিন্তু সবসময়তো তোমাকে কাছে পায়না মানে? তোমারও চোখে কি দিন কাটে বছর হয়ে হিমঝড় বয়ে যায় সারাটি বেলা....... শোন , অপেক্ষা করো, সব কিছু সময় মত হলেই ভাল !! হুমমম........... নীল টিপ পড়বে নাকি তুমি চাঁদ এনে তোমায় দেব আমি মেঘের কালো কাজল দেব দেব তারার ফুল ভাল লাগে যখন দেখি উড়ছে তোমার চুল........
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।