পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ ছেলে: বাবা আমি এক মেয়েকে পছন্দ করেছি, তাকে বিয়ে করব।
বাবা: না, তুমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করবে।
ছেলে: বাবা, মেয়েটা না হাসিনা ম্যাডামের নাতনি।
বাবা: তাহলে ঠিকাছে, আমি রাজি।
ছেলে: বাবা, প্রস্তাবটা তুমারই রাখতে হবে।
বাবা: ম্যাডাম, আমার ছেলে আপনার নাতনিকে বিয়ে করতে চায়।
ম্যাডামঃ না, কিছুতেই সম্ভব নয়।
বাবা: ম্যাডাম, আমার ছেলে বাংলাদেশ ব্যাংকের সিও।
ম্যাডামঃ তাহলে আমি রাজি।
বাবা: বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যানকে, স্যার আমার ছেলেকে ব্যাংকের সিও পদে নিওগ দিন।
চেয়ারম্যানঃ না, কিছুতেই সম্ভব না।
বাবাঃ স্যার, আমার ছেলে না, হাসিনা ম্যাডামের নাতনি জামাই।
চেয়ারম্যানঃ ওহ, তাহলে নিয়োগ দিলাম।
ভাল করে বুঝে নিন।
কাকে বলে বিজনেস আর কাকে বলে ফলিটিক্স। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।