আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে পলিটিক্স!!!

হায়রে পলিটিক্স!!! খুব কি দরকার ছিল “আপনাদের” বিশেষ কিছু হবার? জনতার ঢল হতে একটু উচ্চতায় ওঠার? খুব কি দরকার ছিল সরকারি সিকিউরিটি দ্বারা পরিবেষ্টিত হবার, লাখো জনতার মানব ঢাল কি যথেষ্ট ছিল না? শ্লোগানে শ্লোগানে মুখরিত শাহবাগের সাধারন মানুষের গায়ে কেন পলিটিক্সের গন্ধ মাখাইলেন? এখনও সময় আছে নিচে নেমে আসুন। আজ “নাস্তিকের” ঢিল আমার মত লাখো যুবকের গায়েও লাগে যারা শাহবাগের জাগরণকে সবর্ত্ত ছড়িয়ে দিতে চেয়েছিল এবং এখনও চায়। আপনারা ভাবতেই পারেন আপনাদের ডাকে সবাই এসেছে কিন্তু একটা জিনিস মনে রাখবেন ডাক হয়ত আপনার ছিল কিন্তু আসার দায়িত্ব ছিল যার যার তার তার, নিজস্ব তাগিত থেকে আসা মানুষ গুলোর মেধা, বুদ্ধি এবং রাজনৈতিক সচেতনতা কোন অংশেই আপনাদের থেকে কম ছিল না, যদি এখনও নিজেদের ভুল বুজতে না পারেন তাহলে আপনাদের হয়ত কিছু হবে না কারন আপনারা অলরেডি উঁচুতে উঠে গেছেন, আর আমরা আম জনতা হয়ত খালেদা আপার দেয়া নাস্তিক উপাধি নিয়া ঘরে বসে অপেক্ষার আঙ্গুল চুষে যাব নতুন কোন মাহেন্দ্রক্ষণের। তবে হ্যাঁ সে সময় কিন্তু কোন মাইক, টিভি ক্যামেরা, মঞ্চ থাকবে না। আকাশে বাতাশে প্রতিধ্বনিত হবে মুহুর্মুহু স্লোগান, দ্রোহের গান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.