আমাদের কথা খুঁজে নিন

   

মিনি কবিতা

www.adityaanik.com মিনি কবিতা আদিত্য অনীক আমি এখন অন্ধকারে মেঘ লেগেছে চাঁদে তবু আমার বাশরী মন তোমার জন্য কাঁদে। জানি বন্ধু জানি আমার জন্য পাতা তোমার, কুসুম হৃদয় খানি। আমি এক বালিশে স্বপ্ন রাখি আরেক বালিশ বুকে, ঘুমের মধ্যে দুষ্ট পরী গায়ের গন্ধ শুঁকে। এই বেলা নয় ওই বেলা নয় সকল বেলাই তোমার, সারা বেলাই মালিক তুমি আমার সকল চুমার। এই শাওনের বৃষ্টিতে যাসনে কলেজ জ্ঞান নিতে মোবাইল ফোনে আমায় ডাক বাকি বিশ্ব চুলায় যাক ভাগ্য রেখা দেখার ছুতায় হাত ধরতে চাস ? হাত ভর্তি দুঃখ ব্যাথার শাওন ভাদর মাস।

জীবন ছকের দাবার ঘোড়ার আড়াই চালে ভূল যারে ভাবি রক্তজবা সে-ই ধুতুরা ফুল। মেঘ ভেসে যায় মন ভাসিয়ে মেঘ ভেসে যায় দুরে মেঘের মত নদী হয়ে আসবি সমুদ্দুরে ? নিজের মনের খবর নিব এমন সময় নাই হাজার মনের ভিড়ে শুধু তোমার মনটা চাই। জীবন মানে সুখের জন্য বুকের মধ্যে তুষের আগুন জ্বালিয়ে রাখা অমার কাছে জীবন মানে তোমার জন্য বেঁচে থাকা লীন হয়ে মিশে গেছি ওই চিবুকের তিলে একদিন স্বপ্নে যেদিন কাছে এসেছিলে। আজ সকালের প্রধম আলো খবর দিয়ে গেছে আমার জন্য তোমার চোখে জোয়ার এসেছে। পাথর বিরহ পিঠে নিবিড় দুঃখায়নের শেওলা ফলে ব্যাথায় আরামে দাড়াও, নইলে পিছলাবে দুঃখিত জলে।

প্রতিটি আত্মাই বেহেশতে যেতে চায় অথচ রোজা এলেই ডুবে ডুবে জল খায়। আমাদের লোকাল চাঁদ রাত হলেই লুকিয়ে ও বাড়ির ছাদে যায় ওখানে দোলন চাঁপা পতিত জমিন পাতে আধুনিক কবিতায়। বিনা সুখে বুকের মধ্যে তুষের আগুন জ্বালিয়ে রাখা জীবন মানে তোমার জন্য আর এক দন্ড বেঁচে থাকা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।