আমাদের কথা খুঁজে নিন

   

মিনি গল্প-৩



সেদিন একটা ব্রিজ এর উপর বসে ছিলাম। নিচে ছোট খাল। বর্ষা কালে অনেকটা নদীর মত লাগে। কিন্তু এখন প্রায় শুকনো। খুব বেশি হলে হাটু সমান পানি হবে।

তো যা বলছিলাম, আমার সামনে দিয়ে একটার পর একটা গাড়ি যাচ্ছিলো। ব্রিজ এর উপর অলস ভাবে বসে সেসব দেখছিলাম আর নিজের মনেই গুনগুন করে গান করছিলাম। এমন সময় আমার সামনেই একটা মোটরসাইকেল থামল। হেলমেট পরা ছিল, তাই লোকটাকে চিনলাম না। সে আমার কাছে এসেই দিলো ধাক্কা।

আমি পানিতে পড়ে গেলাম। সাঁতার জানতাম না, পানি কম থাকায় বেঁচে গেলাম। ওহ হো, বলতে ভুলে গেসি...পানি অনেক ঠান্ডা ছিল! by ANJAN (১৪-১১-২০১০)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।