৩টা মিসকল পেলাম নাসা'র চিফ- চার্লস এফ. বল্ডেন জুনিয়ার (Charles F. Bolden Jr.) উরফে “বলদ” এর কাছ থেকে। বেটা মিসকিন, খালি মিস দেয়। কলব্যাক করলাম না। এরপর একটা ম্যাসেজ পেলাম। সে ল্যাবে আছে, ব্যালেন্স খতম, রিচার্জ করতে পারছেনা। জরুরী একটা প্রবলেম (ডার্ক ম্যাটার রিলেটেড) সল্ভ করতে আমার হেল্প দরকার। তাই মিস দিসে। এর আগেও বহুবার আমার হেল্প নিসে। ভাবতেছি কল দিব, নাকি না দিয়েই সেল অফ করে রাখব। এইদিকে একটু একটু ঘুম ও আসতেছে...ধুর!
by ANJAN (১৩-১১-২০১০)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।