আমাদের কথা খুঁজে নিন

   

মিনি কোবতে

*~*জীবনে যত কম প্রত্যাশা থাকবে ... .. . তত বেশী ভালো থাকা যাবে*~*

মানুষ কবি হয়ে যায় জীবনের নানা ঘাত-প্রতিঘাতে। আগে হালকা-পাতলা কবি ছিলাম। এখন নানা সমস্যায় জর্জরিত হয়ে ক্ষোভে,অভিমানে,কষ্টে আর দুঃখে মাথায় খালি নয়া নয়া কোবতে গিজগিজ করে। এতসব কোবতে মাথায় নিয়ে শান্তিমতন ঘুমাতে ও পারি না আর ব্লগে না দিলে তো আমার ভক্তকুল এসব অমূল্য কোবতে মিস করবে। এটা আমি হতে দিতে পারি না......না,না,না,না,না ১. গরু,ও গরু তোমার লেজটা সরু (গরুকে বড়ই ভালোবাসি) ২. নাম আমার পোকা যে দিবে ধোঁকা তারে দিবো ঠোঁকা (হুমকিমূলক কোবতে) ৩. নাই আমার সব হিটা(হিট) দু:খে আমি ফিটা(ফিট) মডুদের মারবো এবার ইটা(ইট) (সামু যখন হিট খেয়ে ফেলছিলো তখন বেশী দুঃখে এই কোবতে উৎপাদন করেছিলাম) ৪. মাইয়্যাটা বড়ই ঢংগী বাড়ী তার টংগী করে নানা কিসিমের ভংগী (ঢংগীজেরীর ঢংগী কোবতে) ৫. আর ভালো লাগে না তাই বলে জীবনতো থেমে থাকে না করবো আর কত না না না না (হতাশায় জর্জরিত হয়ে উৎপাদিত কোবতে) ৬. উতলা মন... করে উচাটন.. কি করি এখন . (অকারণে উড়ু উড়ু মনের উড়ু উড়ু কোবতে) ৭. ধুর...ধুরো দূরে গিয়া মরো (বিরক্তি লাগলে মনে মনে প্রায়শই এই কোবতে আওড়াই) ৮. বউ নাই,বাসাও নাই বউ আনেন বাসা ও পাবেন (ব্লগার শামীমভাই বাসা পায় না,কোবতেখানা শামীমভাইয়ের করমলে উৎসর্গ করলাম) ৯. জেরী কাজের বুয়া না এটা কেউ কেন বুঝেনা এইজীবন আর রাখপোনা (হাঁড়ি-পাতিল ঘষামান্জা আর কাজ করতে করতে নিজের হাত দু'খানারে কসাইয়ের হাত হয়ে গেছে মানে কাউরে থাপড়া দিলে সে কয়েঘন্টার জন্য ফিট খাইবো এমন শক্ত হাত দেখে কাঁনতে কাঁনতে কোবতে বানিয়ে বসলাম) ১০. আমি-তুমি ঘাস খাই গরুরা উড়ে যায়, পাখীরা করে হায় হায়"। (এইটা আমার নিজস্ব অনেক প্রিয় একটা কোবতে। ১০টা কোবতে কালেক্ট করতে গিয়া শর্ট পড়ছে তাই আগের এক পোস্ট থেকে ধরে নিয়ে আসছি) .................................................. © জেরী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।