আমাদের কথা খুঁজে নিন

   

যুবকের প্রথাগত প্রেমে অলৌকিক মেয়েরা হাসে

আমি ৫০০৯৩ নম্বর ব্লগার সুন্দরীদের ছুঁড়ে দিয়ে যুবক এখন মাতাল না দ্বিধাগ্রস্থ ! যুবক শুধু যেতেই চায় যেখানে ইচ্ছা সেখানে কিন্তু যেতে পারে কই। যুবকের প্রথাগত এই প্রেমে অলৌকিক মেয়েরা হাসে, যুবকের সিগারেটের ধোঁয়া মাখা চুলে ভালবাসার বিক্ষোভ ঢেউ খেলে যায়, আর্তনাদ আর না-কান্নার পৃথিবীর পথে পথে রক্ত-বুক পিচ্ছিলতায় বুদ্ধের মত হেসে, যুবক শুধুই যেতে চায় যেখানে ইচ্ছে সেখানে কিন্তু যেতে পারে কই? পুড়িয়ে সব অ-কবিতার ডায়েরী যুবতীকে নিয়ে রাতজেগে লেখা। সমস্ত শক্তি আর ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়ে যুবক মাতাল হতে চেয়েছিল সঙ্গিনীর। মুগ্ধ হেসে প্রিয়ময়ী বলেছিল এখন “ছুটি” দাও। রাত গভীর হলে জীবন মৃত্যুর মত, এই সত্য জেনে যাও যুবক সুন্দরীতে মাতাল হওয়া যায়, পরিপূর্ণ হওয়া যায় না। তবুও যুবক যেতে চায় যেখানে খুশি সেখানে তো, যেতে পারে কই! সুন্দরীদের ছুঁড়ে দিয়ে যুবক এখন মাতাল না দ্বিধাগ্রস্থ ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.