আমাদের কথা খুঁজে নিন

   

সৌদিআরবে ৮ বাংলাদেশির হত্যাকান্ডের পক্ষে বিপক্ষে যারা ঝড় তুলছেন তারা এদিকে আসুন। জবাব দিন।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ ইয়াহু নিউজে খবরটি প্রকাশের পর পাঠকদের কিছু গুরুত্ব পুর্ন মন্তব্য: ১) তোমার এক ফ্যামিলি মেম্বার ডাকাতি করে এবং খুন করে ধরা পরেছে, এখন তুমি ইন্টারন্যাশনাল মিডিয়ার সাহায্য চাচ্ছ তাকে রক্ষা করতে, কেন?? ২) এ্যাকশন সিনেমাতে সবাই ভিলেনের প্রতিশোধ নিতে দেখতে পছন্দ করে, কারন সে ডাকাতি করে খুন করে, তাহলে তুমি কেন বাস্তবে সেটা চাচ্ছ না??? ৩) আমি বিশ্বাস করি যে, যখন তুমি সঊদি আরবের ভিষার জন্য এ্যাপ্লাই করেছিলে তখন কিছু অংগীকার নামায় সই করেছিলে। তুমি ডিক্লেয়ার দিয়েছিলে যে, আমি সৌদিআরবের সমস্ত আইন কানুন সম্মানের সাথে দেখব ও তা পালন করতে বাধ্য থাকিব। আমি এটাও শিওর যে, তুমি একটি অতিরিক্ত প্যাপারে তোমার ভাষায় লিখা কাগজে সাইন করে বলেছিলে যে, আমি সউদিতে থাকা অবস্থায় সউদি আরবের আইন বহির্ভুত কোন কর্মকান্ডে লিপ্ত হবো না। তখনই তুমি জানতে যে সউদিআরবে হত্যার অপরাধে হত্যা করা হয়ে থাকে, তবে আজ কেন সব সই এর কথা ভুলে যাচ্ছ?? ৪) হত্যাটি যদি হটাৎকরে কিংবা অনিচ্ছাকৃত ভাবে হয়ে যেত তবে তুমি মানবতার বিষয় তুলতে পারতে, কিন্তু সম্মিলিত ভাবে দল বেধে ডাকাতি করার উদ্দেশ্যে কাউকে হত্যা করা কেবল শুধু একটি হত্যাই নয়, বরং তার চেয়ে অনেক বড় কিছু। কথাগুলো একটিও আমার নয়, কিছু মানুষ জবাব চেয়েছে...........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.