কেএসআমীন ব্লগ
আজ সৌদিআরব ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ঈদুল ফিতর পালিত হচ্ছে। স্বাভাবিকভাবেই আগামীকাল বাংলাদেশ ভারত ও পার্শ্ববর্তী দেশে ঈদ পালিত হওয়ার কথা।
কিন্তু না, অবশেষে চাঁদ দেখা কমিটি জানালো ঈদ হবে না। কাল ঈদ হলে সরকারী লোকজন একদিন ছুটি খোয়াতে বসেছিলেন। ঈদ আসলে আমরা সবসময়ই চিন্তায় থাকি, রোজা ২৯ দিনের হবে না ৩০ দিনের...
কিন্তু ভাই, এইটার তো সমাধান আছে।
বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সৌদিআরবে চাঁদ ওঠার ৪ ঘন্টা পরেই আমাদের এখানেও চাঁদ ওঠার কথা। চাঁদ কোথায় যায়?
আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে.... আহা...
কিন্তু হায়, সেই চাঁদ তো আর দেখা যায় না। ফলে ঈদও উদযাপিত হয় ন। এটার সলিউশন সহজ। সরকারই পারে কেবল।
আরব আমিরাত, ওমান, ইয়েমেনেও কিন্তু গতকাল চাঁদ দেখা যায় নি। কিন্তু ঐসব দেশ সৌদিআরবকে অনুসরণ করেছে।
তাই সৌদিআরবে ঈদ উদযাপনের পরদিনই আমাদের দেশে ঈদ পালিত হোক। সকল উৎকণ্ঠা আর অনিয়মের সমাপ্তি ঘটুক। চাঁদ দেখা কমিটি আজই বিলুপ্ত হোক...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।