নির্ধারিত ৯০ মিনিট গোল হলো না। গোলের দেখা মিলল না অতিরিক্ত সময়েও। ম্যাচ গড়াল টাইব্রেকারে। এ পর্যায়ে এসে ভাগ্যের দুয়ার খুলল ফরাসীদের। উরুগুয়েকে ৪-১ গোলে হারিয়ে গত রাতে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতল ফ্রান্স।
তরুণ ফুটবলারদের সফলতায় উচ্ছ্বসিত কোচ মানকোভস্কি। তাঁর চোখে এটি ফরাসী ফুটবলের জন্যই দারুণ এক অর্জন। ফ্রান্সের প্রথম অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়ের প্রতিক্রিয়ায় মানকোভস্কি বলেন, ‘আমরা খুবই সন্তুষ্ট, অসম্ভবরকম খুশি। আমি সব সময় বলেছি, এই দলের শিরোপা জয়ের ভালো সুযোগ রয়েছে। সত্যি বলতে, শুরু থেকে এই বিশ্বাসটা আমার মাঝে ছিল।
’
ফ্রান্স-উরুগুয়ে ফাইনালের আগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার তৃতীয় স্থান নির্ধারণী লড়াই। এ লড়াইয়ে যুদ্ধবিধ্বস্ত ইরাককে ৩-০ গোলে হারায় ঘানা। সূত্র: রয়টার্স। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।