আমার ব্যক্তিগত ব্লগ
বাচ্চাদের দাঁত ব্রাশ করানো কি রকম ঝক্কির কাজ সেটা সব বাপ-মাকে এক সময় টের পেতে হয়। তামিমকে (আমার বড় বোনের ছেলে, ৯ বছর) এখনও বড়পাকে ধমকে দাঁত ব্রাশ করতে পাঠাতে হয়।
শাফিন (আমার ২ বছরের ছেলে) দাঁত ব্রাশ করতে খুবই পছন্দ করে। আগে কুলি করতে পারত না বলে টুথপেস্ট দেইনি। এখন দেই।
ছোটদের টুথপেস্ট কিনে এনেছি। বাচ্চারা এমনিতে টুথপেস্ট খেয়ে ফেলে, এদের টুথপেস্টগুলোতে আবার বিশেষ খাবারের স্বাদ থাকে। যেমন চুইংগাম, স্ট্রবেরী। না খেয়ে উপায় কি। শাফিনকে মানা করা স্বত্ত্বেও ও টুথপেস্ট খেয়ে ফেলে।
তারপর অবশ্য পানি দিয়ে কুলি করে। আমার জানতে ইচ্ছা করছে, টুথপেস্ট খেলে কি কোন ক্ষতি হয় না? বাচ্চাদের টুথপেস্টে কি যথেস্ট পরিমানে জীবানুনাশক আছে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।