আমাদের কথা খুঁজে নিন

   

ছোটদের জন্য ছড়া

এলোমেলো ভাবনা সারাক্ষণ মনকে আচ্ছন্ন করে রাখে

ঘুম ঘুম স্বপ্নীল খোকা খুকু দেয় ঘুম হেসে হেসে চাঁদ মামা কপালেতে দেয় চুম । মিটিমিটি তারাগুলো দূর আকাশে জ্বলছে ঝোপ ঝাড়ে ঝি ঝি পোকা কার কথা বলছে? নেচে নেচে পরীগুলো দেয় শুধু পাহাড়া ফুল-পাখি হেসে উঠে জেগে উঠে সাহারা। ছপ ছপ দাঁড় বেঁয়ে মাঝি যায় অনেক দূর ভেসে আসে মিনার হতে আযানের ঐ মিষ্টি সুর। ঝির ঝির করে বায়ু সারাক্ষণ বইছে পাখিগুলো কিচিরমিচির কিবা গান গাইছে? লাল লাল টুক টুক সুয্যি মামা উঠবে খোকা-খুকু উঠলেই পৃথিবীটা জাগবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।