আমাদের কথা খুঁজে নিন

   

ল্যাপটপ কিনলাম

Bangladesh: Dream দোয়েল আমার হাতে ধরা দেয় নাই। জাতীয় দোয়েলের জন্য প্রতীক্ষার প্রহর শেষ হলো ল্যাপটপ কেনার মাধ্যমে। তয়, একটা ল্যাপটপ কিনলাম, এইটা সবাইকে জানানো দরকার, কারন ইতিমধ্যে অনেকে মিস্টি খাওয়ার দাওয়াত দিয়েছেন (!) অনেকে আবার নগদ টাকাও দিতে চেয়েছে, যেহেতু আমার পকেট এখন পুরোপুরি খালি। ভনিতা না করে ল্যাপটপে আসি। আসুসের এ৪২এফ সিরিজের ল্যাপটপ। ২.১৩ গিগাহার্জ গতির ইন্টেল ডুয়াল কোর প্রসেসরের ল্যাপটপে রয়েছে মোবাইল ইন্টেল এইচএম৫৫ এক্সপ্রেস চিপসেট। আসুস পাওয়ার ৪ গিয়ার এবং পাম প্রুফ প্রযুক্তির মাধ্যমে টাচপ্যাডকে ডিজঅ্যাবল রেখে নির্বিঘ্নে ও নিখুঁতভাবে টাইপ করা যায়। এছাড়া এতে রয়েছে ২ জিবি ডিডিআর-৩ র‌্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, ইন্টেল জিএমএ এইচডি ভিজিএ, ১৪ ইঞ্চির ডিসপ্লে, থ্রি-ডি অডিও, ওয়েবক্যাম, মেমোরি কার্ড রিডার, ৩টি ইউএসবি ২.০ পোর্ট, ১টি এইচডিএমআই, ১টি ভিজিএ পোর্ট, বস্নুটুথ। কেনা হয়েছে গ্লোবাল ব্র্যান্ড থেকে, আর আছে এক বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি। একই কাহিনী  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.