তাশফী মাহমুদ
ব্রাহিম তকিউল্লাহর পায়ের দিকে কারও নজর পড়ে না। নজর পড়ে তাঁর উচ্চতার দিকে। কারণ তিনি আট ফুটেরও বেশি লম্বা। অথচ তকিউলল্লাহর আশা পায়ের জন্যই তিনি বিখ্যাত হবেন। প্যারিসের কেন্দ্রস্থলে ঘুরে বেড়ানোর সময় লোকজন তাঁর দিকে অবাক হয়ে চেয়ে থাকে এবং তাঁর ছবি তোলে।
আর জিজ্ঞাসা করে, 'আপনি কি পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ। ' আসলে তিনি তা নন। তবে তাঁর পা দু'টি বিশ্বের সবচেয়ে বড় এবং তা স্বীকৃত। খবর এএফপির।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারকরা তাঁকে মাপার জন্য প্যারিসে ডেকে আনেন।
তাঁরা তাঁর সন্দেহকে নিশ্চিত করেন। তাঁরা বলেন, তাঁর পা রেকর্ড পরিমাণ লম্বা। বাম পা এক ফুট তিন ইঞ্চি এবং ডান পা এক ফুট দুই দশমিক ৭৬ ইঞ্চি লম্বা। তকিউল্লাহ তাঁর মায়ের সঙ্গে প্যারিসের উপকণ্ঠে একটি ছোট ফ্ল্যাটে বসবাস করেন। সেখানে তিনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না।
ট্যাক্স বা মেট্রোতে চড়াও কঠিন। মানুষের নজরকাড়া ছাড়া কখনও চলাফেরা করতে পারেন না। তবে তিনি বেশ হাসিখুশি ও রসিক মানুষ। মোবাইলে মিষ্টি মিষ্টি হেসে কথা বলেন। তিনি আশাবাদী যে, অপারেশনের মাধ্যমে তিনি সুস্থ হয়ে উঠবেন।
তকিউলস্নাহর জন্ম মরক্কোর একটি ছোট গ্রামে। তাঁর বয়স এখন ২৯ বছর। ১৮ বছর বয়স পর্যনত্ম তাঁর অস্বাভাবিক লম্বা হওয়ার বিষয়টি কারও নজরে পড়েনি। তিনি বলেন, 'বড় আকার দেখে তাঁর স্কুল ডাক্তার তাঁকে রক্ত পরীৰার পরামর্শ দেন। এতে এ্যাক্রোমেগালি নামে একটি রোগ ধরা পড়ে।
পিটিউটারি গস্ন্যান্ড অকার্যকর হলে সাধারণত এ রোগ হয়। এতে শরীরে অতিরিক্ত হরমোন উৎপন্ন হয়। ' এজন্য অপারেশনের পরামর্শ দেয়া হয়। পাঁচ বছর আগে ফ্রান্সের একজন ডাক্তার চিকিৎসার জন্য তাঁকে প্যারিসে নিয়ে আসেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।