ইমরোজ আজকে একটা খবর খুব বেশি প্রচারিত হচ্ছে। একটু আগে এটিএন নিউজেও দেখলাম। সৌদি সরকার ৮ জন বাংলাদেশি শ্রমিককে মস্তক ছেদ করেছে। তাদের অপরাধ? তারা ডাকাতি করতে গিয়েছিল। সেখানে এক মিসরীয় গার্ডকে তারা হত্যাও করে এসেছে।
ঘটনার সাথে জড়িত ছিল ১১ জন। তাদের মধ্যে তিনজনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। আর বাকি ৮ জনকে মস্তক ছেদ করে হত্যা করা হল।
বলি, সৌদি কি বাংলাদেশ? যে তার রাষ্ট্রপতি ক্ষমাশীল? সৌদির নিয়ম হলো, যদি ক্ষতিগ্রস্তের পরিবার ক্ষমা না করে তাহলে কারও বাচানোর উপায় নাই।
নিয়মের মধ্যে আমরা চলি না।
তাই বলে কি কেউই চলবে না? সৌদি দেশটাতে দিকে কয়টা ছিন্তাই হয়? ক'টা ডাকাতি হয়? আর কয়টাই বা হত্যাকান্ড হয়? হিসেবটা আমাদের সাথে অনেক তফাতে নয়কি? সৌদি সরকার এত কঠোর বলেই তো তা সম্ভব!
আমাদের দেশে আমরা ফাসি দেই। তা ওদের দেশে ওরা শিরোচ্ছেদ করে। কাহিনী তো একই। এখানে হায় হায় করার কি আছে? মানবতার ধূলা যে তুলতেছেন কয়জন, আপনার বাবা অথবা চাচাকে যে হত্যা করেছে, তাকে কোনদিন ক্ষমা করবেন নাকি?
বাঙ্গালি বড় আজব এক জিনিস। আইনের তোয়াক্কা করে না।
আরে কত কত এমপি আছে আমাদের, যাদের বিরুদ্ধে খুনের মামলা পর্যন্ত আছে। তাই তো দেশটার এই ত্যানা অবস্থা।
আমি সৌদি সরকারকে সাধুবাদ জানাই। তাদের দেশটা তারা সুন্দর, অকাজ মুক্ত রাখবে, বিদেশী হইছে বলে ক্ষমা করে দেবে কেন? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।