আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরে এলাম শ্রীরামকৃষ্ণ দেবের দক্ষিনেশ্বর কালী মন্দির এবং স্বামী বিবেকানন্দের বেলুড় মঠ (ফটো ব্লগ)

মানুষের জীবনে রোগ-শোক-জরা-ব্যাধি-মৃত্যু-হারানো থাকবেই... কিন্তু সবকিছু থেকে বড় হলো 'বেচেঁ থাকা' ... এই বেচেঁ থাকা দিয়ে সব কিছু জয় করতে হবে । বেলুড় মঠে ঢুকতেই চোখে পড়বে বেলুড় মঠের বিখ্যাত শ্রীরামকৃষ্ণ মন্দির দক্ষিনেশ্বরের শ্রী রাধাকৃষ্ণ মন্দির এরকম ১২টি শিব মন্দির আছে, গঙ্গা থেকে জন এনে মা-বৌদিরা শিবের মাথায় জল ঢালেন শিব মন্দিরের পাশে রাধাকৃষ্ণ মন্দিরের ছবি আরেকবার পাশের ধর্মীয় পসরার দোকান লেখাটা অনেক ভালো লেগেছিলো, তাই দিলাম - এটা বেলুড় মঠে ঢোকার আগে এটাই ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এর অর্চিত দক্ষিনেশ্বর এর কালী মন্দির দক্ষিনেশ্বর থেকে বেলুড় মঠে যাবার সবচেয়ে সোজ়া রাস্তা হলো এসব নৌকায় চেপে গঙ্গা পার হয়ে যাওয়া আর যদি কেউ নৌকায় না উঠতে চান তবে বালী ব্রিজের উপর দিয়ে অটোরিক্সায় করে যেতে হবে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এর একটি অমৃত বাণী হলো, যতো মত ততো পথ হিন্দু ধর্ম দর্শন বলে সবাই ভিন্ন ভিন্ন পথে একই ঈশ্বরের উপাসনা করছে গীতাতেও ভগবান শ্রী কৃষ্ণ বলেছেন, "যে আমাকে যে ভাবে ডাকে আমি তাকে সেই রূপে কৃপা করি" সবাইকে ধন্যবাদ  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.