প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯) বহুল প্রচারিত দৈনিকের প্রথম পাতায় জ্বলছে পাঁচ কলাম সাড়ে নয় ইঞ্চি জুড়ে চাররঙা বিজ্ঞাপন আমার আঙুল বিক্রি হবে আমার আসলে কোনো আঙুল ছিলো না মোড়ের গাছ থেকে চুরি করে এনেছি খান বিশেক বারোটা রেখে আটটা বিক্রি করে দেবো আঙুলের দরে আঙুল আঙুল ব্যবসা আমি শিখেছি দুই হাজার বছর আগে দুই হাজার বছর ধরে দেখেছি ব্যবসায়ীরা ঘুরে ঘুরে গেছেন ঝোলা নিয়ে উর্বর ঝোলা আঙুল মোটাতাজাকরণ ও বিক্রির তরিকাবিষয়ক মোটা মোটা বই আছে সেখানে আছে আঙুল-রোস্টের রেসিপি মসলার স্বাদ ও গুণাগুণের দীর্ঘ বর্ণনা আঙুল বিক্রি হবে ক্রুশঅলার আঙুল পাহাড়অলার আঙুল পাগড়িঅলার আঙুল বাঁশিঅলার আঙুল চীবরঅলার আঙুল হরেক রকম আঙুল আঙুল বিক্রি হবে পত্রিকার সম্পাদক আমার সাথে দীর্ঘ চুক্তিবদ্ধ পত্রিকার পাঠক আমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ আঙুল কে করিয়ে আনা হবে সুশ্রী শহরের সবচেয়ে বিখ্যাত সৌন্দর্যসেবা প্রতিষ্ঠানে আঙুল কে করিয়ে আনা হবে স্বাস্থ্যবান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাঁচক দেখাবে আঙুল-রোস্টের সরাসরি অনুষ্ঠান প্রখ্যাত খাদ্যবিপণীর সৌজন্যে সময় মাত্র তিন হাজার বছর আঙুল বিক্রি হবে আজই যোগাযোগ করুন যেকোনো সময়ে! ==================== (অহেতুক বিটলামির জরিমানাপোস্ট)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।