আমাদের কথা খুঁজে নিন

   

নিজে কি আর নিজের স্বাস্থ্যের খবর রাখা যায়

আমাদের জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হল স্বাস্থ্য। আমাদের স্বাস্থ্য আমাদের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করে। তাই সুস্বাস্থ্য আমাদের সকলেরই অত্যন্ত কাম্য একটি বিষয়। আমরা আমাদের স্বাস্থ্যকে ঠিক রাখতে অনেক কিছুই করে থাকি এবং আমরা সবসময়ই জানতে চাই আমাদের স্বাস্থ্যের অবস্থা কেমন। আন্তর্জাতিকভাবে স্বাস্থ্যের অবস্থা পরিমাপক একটি একক রয়েছে যার নাম BMI বা Body Mass Index. এটি একজনের উচ্চতা এবং ওজন এর উপর ভিত্তি করে নির্ণিত একটি পরিমাপ।

BMI পরিমাপের চার্ট যেভাবে কাজ করেঃ SI ইউনিটের উপর ভিত্তি করে হিসাব করলে BMI পরিমাপের উপায় হল কিলোগ্রাম এককে ওজন পরিমাপ করে তা মিটার এককে উচ্চতার পরিমাপের বর্গের দ্বারা ভাগ করতে হবে। BMI এর পরিমাণ এই চার্টটির সাথে তুলনা করে দেখতে পারেন আপনার স্বাস্থ্যের বর্তমান অবস্থা। প্রোগ্রাম ডিজাইনঃ ১। Notepad সফটওয়্যার খুলুন। ২।

নিম্নের কোডটি copy করুন এবং Notepad এ paste করুন। BMI Meter body, table {font-size:9pt;font-family:trebuchet ms;font-weight:bold} input {width: 50; cursor: hand } Close BMI Meter: Weight (In Kilograms): Height (In Inches): moveTo(200,200);resizeTo(400,250); function c_bmi(){x=c.value*.0254;bmi.innerText=”Your BMI is “+(a.value/(x*x))} ৩। bmi.hta নামে save করুন। ৪। প্রোগ্রামটি রান করুন।

এই প্রোগ্রামের মধ্যে আপনাকে শুধু আপনার ওজন(কিলোগ্রাম এ) এবং আপনার উচ্চতা(ইঞ্চি তে) ইনপুট করতে হবে এবং Measure My BMI বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার BMI প্রদর্শিত হবে যা উপরিউক্ত চার্টের সাথে মিলিয়ে আপনার স্বাস্থ্যের অবস্থা জানতে পারবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.