আর দশ জনের সাথে মিলিয়ে চলতে চেষ্টা করি, চেষ্টা করি অমঙ্গলমকে হারিয়ে দিতে,নিজের দ্বায়িত্ব নিজ থেকে পালন করতে । আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন !!!
আনেক দিন যাবৎ উইন্ডোস সেভেন সেট-আপ দিয়ে ইউজ করে আসছি। যখনই প্রয়োজন পড়ে উইন্ডোস আবার সেট-আপ দেই। সেট আপ দেয়ার পরে নতুন করে আবার প্রয়োজনীয় সফটওয়্যার(অফিস, ফটোশপ, মিডিয়া প্লেয়ার ইত্যাদি) সেট-আপ দেয়া লাগে।
বরাবরই ঝামেলার কাজ, আর অনেক সময় লেগে যায় এতে।
আমার জানা মতে নিজের ইচ্ছামত সফটওয়্যার দিয়ে নিজে নিজে উইন্ডোসের সিডি তৈরি করা যায়। যা দিয়ে সেট-আপ দিলে উইন্ডোস সহ সব প্রয়োজনীয় সব সফটওয়্যার একসাথে সেট-আপ হয়। আইডিবিতে এই ভাবেই তাড়াতাড়ি উইন্ডোস সেট-আপ দেয়।
আমার খুব মন চায় আমিও নিজের প্রয়োজনীয় সফটওয়্যার দিয়ে এমন একটা উইন্ডোসের সফটওয়্যার এর CD তৈরি করে ইউজ করি।
এটা তৈরি করা কি খুব কঠিন কাজ ?
আপনাদের কারও এ রকম CD তৈরীর সহজ ফরমুলা জানা থাকলে বা এ নিয়ে কোন পোষ্ট থাকলে শেয়ার করুন। এতে করে আমি সহ আরও অনেকে উপকৃত হবে বলে আশা করি । আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন !!!
আনেক দিন যাবৎ উইন্ডোস সেভেন সেট-আপ দিয়ে ইউজ করে আসছি। যখনই প্রয়োজন পড়ে উইন্ডোস আবার সেট-আপ দেই।
সেট আপ দেয়ার পরে নতুন করে আবার প্রয়োজনীয় সফটওয়্যার(অফিস, ফটোশপ, মিডিয়া প্লেয়ার ইত্যাদি) সেট-আপ দেয়া লাগে। বরাবরই ঝামেলার কাজ, আর অনেক সময় লেগে যায় এতে।
আমার জানা মতে নিজের ইচ্ছামত সফটওয়্যার দিয়ে নিজে নিজে উইন্ডোসের সিডি তৈরি করা যায়। যা দিয়ে সেট-আপ দিলে উইন্ডোস সহ সব প্রয়োজনীয় সব সফটওয়্যার একসাথে সেট-আপ হয়। আইডিবিতে এই ভাবেই তাড়াতাড়ি উইন্ডোস সেট-আপ দেয়।
আমার খুব মন চায় আমিও নিজের প্রয়োজনীয় সফটওয়্যার দিয়ে এমন একটা উইন্ডোসের সফটওয়্যার এর CD তৈরি করে ইউজ করি।
এটা তৈরি করা কি খুব কঠিন কাজ ?
আপনাদের কারও এ রকম CD তৈরীর সহজ ফরমুলা জানা থাকলে বা এ নিয়ে কোন পোষ্ট থাকলে শেয়ার করুন। এতে করে আমি সহ আরও অনেকে উপকৃত হবে বলে আশা করি । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।