আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীকে রক্ষা করতে পারে নারীরা

ড. আহাম্মেদ শরীফের থিসিস পৃথিবীতে আসার মূলে আছেন একজন নারী | হযরত হাওয়া(আঃ)| নারী একাধারে মায়ের রূপ,বোনের রূপ| নারীকে এ চোখেই দেখতে হবে| আল্লাহপাক নারীকে সৃষ্টি করেছেন পুরুষের পাশাপাশি কাজ করার জন্য, পুরুষের উপর চড়াও হওয়ার জন্য নয়| ধরুন একটি পরিবারে বাবা, মা তাদের সন্তান একটি করে ছেলে, ও মেয়ে আছে| তাহলে তাদের পরিবারে আমরা কি দেখি??- একটি বাবা, একজন স্বামী, একজন মা, একজন স্ত্রী, একজন ভাই, একজন বোন| প্রত্যকের অধিকার আল্লাহপাক কোরান ও সুন্নাহ-য় বলে দিয়েছেন| আমাদের সমাজে – এখন অনেকের কাছে মা, বোন, ভাই, বোনের অর্থ পরিবর্তন হয়ে গেছে( খ্রিস্টানরা যাকে নাম দিয়েছে ইনচেষ্ট রিলেশনশীপ)| এতে আমরা কি পাই?? – সমাজ আজ ধ্বংসের মূখে|- এ সমাজকে বাঁচাতে পারে কেবল নারী| মা বোনরা যদি ভোগের বস্তু না হয়ে তাদের রক্ষা করে চলে তাহলে একজন পুরুষ কখনই নষ্ট হতে পারে না | এছাড়াও আছে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক, পরকীয়া, কাপল সোয়াপিং, গ্রুপ সেক্স, লেসবিয়ান, গে,-- এগুলুর মূলে আবার নারী পুরুষ দুজনই সমান দায়ী| এগুলু আমাদের সমাজ কে ধ্বংস করার জন্য খ্রীষ্টান ও তাদের দোসর ইহুদীদের আবিষ্কার | একটি পরিবার ঠিক হলে, একটি সমাজ হবে — একটি সমাজ হলে একটী গ্রাম/শহর হবে,-- ----- এভাবে গোটা দেশ - গোটা পৃথিবী একদিন ইসলামের মূল্যবোধে আলোকিত হবে| ইসলাম মানে শান্তির দিশারী|

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.