পাশাপাশি ভাংচুর করা হয়েছে আরো আন্তত দুটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার।
এ সময় রকিবুল নামে একজন পুলিশ উপপরিদর্শক জামায়াত কর্মীদের মারধরে আহত হন বলে ঘটনাস্থল থেকে জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্রী আসাদুজ্জামান প্রামানিক।
তিনি জানান, রোববার বেলা ২টার পর পল্টন মোড় থেকে বিজয়নগরের পানির ট্যাঙ্কির মাঝামাঝি এলাকায় হঠাৎ মিছিল শুরু হয়।
তারা সড়কে একটি মাইক্রোবাসে আগুন দেয় এবং আরো তিনটি গাড়ি ভাংচুর করে। এ সময় এ এসআই রকিবুল মোটরসাইকেলে করে সেখানে পৌঁছালে মিছিলকারীরা তাকে বেধড়ক পিটিয়ে আহত করে এবং মোটর সাইকেলে আগুন দেয়ার চেস্টা করে।
এরইমধ্যে খবর পেয়ে আরো পুলিশ সেখানে পৌঁছায় এবং রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সোয়া ২টার দিকে বিজয়নগরে একটি মাইক্রোবাসে আগুন দেয়া হলে অগ্নি নির্বাপক বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।