ব্যঙ্গ কবিতা চুপ থাক খুনি জন কহে কি গুণীজন চুপ রও খুনিরা সমাজের দুশমন না গড়ে ধংশের এত কেন প্রহসন । বেশ ভূষা ধার্মিক কাজে নাই নীতি টিক পড়ে জামা ঝিক মিক ছুট আসলে কোন দিক । বিশ্বের মাথাওয়ালা চালবাজ কূট সব ধংশ আর মিথ্যায় উগ্রে দেয় যত স্তব । মরনের হাতিয়ার বেশি করে গড়ে লয় খাদ্যর গুদামে বিষ বাস্প বানিয়ে রয় । জীবাণু অস্রে আজ মানবের ফুসফুসে ক্যান্সার কারিগর নাগ চুবায় করবে কি ডাক্তার । ভণ্ডের দল ভারি খাঁড়ি খাড়ি ক্ষমতায় মরে কত নিরপরাধ ওদের যাতনায় । অপশক্তি পায় ধলে বাচতে শিখ হে মানুষ পরিবেশ সাজাও সবাই মিলে মাথায় রাখ হুঁশ । ম, মাসউদ মিয়া শাহি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।