কাঠালিয়া ও ঝালকাঠি থেকে সাখাওয়াত হোসেন শাওন : আজ দুপুর ১২ টার সময় ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পরিষদে আসলেন তথ্য মন্ত্রনালয়ের সচিব জনাব, হেদায়েতুল্লাহ আল মামুন। তার সফর সংঙ্গী ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার জনাব, আবু হেনা মো: রহমাতুল মুনিম, ঝালকাঠির জেলা প্রশাসক জনাব, অশোক কুমার বিশ্বাস। কাঠালিয়া উপজেলা চেয়াম্যান জনাব, মো: ফারুক সিকদারের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভা কক্ষে এক মতবিনিময় সভা করা হয়। উক্ত মতবিনিময় সভায় কাঠালিয়া উপজেলা ০৬ টি ইউনিয়নের ০৬ জন চেয়ারম্যান, ০৬ জন সচিব, ১২ জন উদ্যোক্তা, ঝালকাঠি ও কাঠালিয়ার প্রেস কর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র নিয়ে আলোচনা করা হয়।
উদ্যোক্তাদের মিলন মেলায় ঝালকাঠি সদর উপজেলার পক্ষ থেকে আমি উপস্থিত ছিলাম। উদ্যোক্তাদের নানা সুবিদা অসুবিদা নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। মাননীয় প্রধান মন্ত্রী ডিজিটাল বাংলা গড়ার স্বপ্নকে কাজে লাগানোর জন্য উদ্যোক্তাদের কিছু দিক নিদের্শনা প্রদান করেন তথ্য সচিব। তথ্য সচিব ও বিভাগীয় কমিশনার সহ জেলা প্রশাসক ইউনিয়ন তথ্য সেবাকে সবার্ধীক গুরুত্ব দিয়ে বলেন তথ্য প্রযুক্তির কারিকর হচ্ছে এই উদ্যোক্তারা, তাদের কাজে লাগান। তারাই পারবে জাতীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে।
উদ্যোক্তারা স্বাধীন ভাবে কাজ করবে তাতে কোন অপশক্তি বাধা প্রদান করতে পারবেনা। উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের জাবাবে তারা এসব কথা বলেন। তবে কাঠালিয়া থেকে শুরু করে ঝালকাঠি জেলাকে মডেল হিসেবে ঘোষনা প্রদান করেন তথ্য সচিব। তিনি বলেন আমি আজ এই সভায় ঝালকাঠি জেলাকে মডেল হিসেবে ঘোষনা করলাম। পরে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন আপনারা হয়ত জানেন ঝালকাঠি সদরের বাসন্ডা ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র যে ভাবে পরিচালনা করা হচ্ছে তাতে মনে হয় না উদ্যোক্তাদের আয় করা সম্ভব নয়।
বাসন্ডার শাওন বিভিন্ন যায়গায় যেয়ে বিভিন্ন কাজ নিজেও করছে অন্যকেও সাহায্য করছে। আপনাদের প্রয়োজনে শাওনকে ডাকবেন সে আপনাদের যে কোন সমস্যা সমাধান করার চেষ্টা করবে। পরে উদ্যোক্তারা বলেন স্যারের পদচারনাই ঝালকাঠির সকল উদ্যোক্তার মাঝে প্রান ফিরে পেয়েছে । তারা বলেন আসলে প্রতি মাসে এমন একটি কর্মশালা বা আলোচনা সভা করা হলে উদ্যোক্তাদের মনে কোন কষ্ট থাকবেনা। তাদের চাহীদা কিছুটা হলেও পূরন হবে বলে মনে করেন কাঠালিয়ার ১২ জন উদ্যোক্তা।
বিষয়টি নিয়ে মাননীয় প্রধান মন্ত্রী দৃষ্টি আকর্ষন করার জন্য বিনীত অনুরোধ করেন কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান।
শাওন
ঝালকাঠি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।