ঝালকাঠি থেকে সাখাওয়াত হোসেন শাওন : ঝালকাঠির বসন্ডা ইউপিতে মাননীয় প্রধান মন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গিকারকে বাস্তবায়নের জন্য সারা দেশের ৪,৫০১ টি ইউনিয়নে একটি করে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র গড়ে তুলেন। যা এক যোগে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধান মন্ত্রী। ভোলার কুকুরি ইউনিয়ন ও কিশোরগঞ্জের জশদল ইউনিয়নে বিভিন্ন মন্ত্রী ও নিউজিল্যান্ডের প্রোগ্রাম ইউএনডিপির নির্বাহী পরিচালক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। সারা দেশের প্রতিটি ইউনিয়নে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পচার করা যা বাসন্ডা ইউপিও করেছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো ডিসি এবং টিএনও স্যার সহ সরকারী কর্মকর্তারা।
কিন্তু ডিসি ও টিএনও স্যারের নিদের্শে উপজেলা মেডিকেল অফিসার জনাব, ডা: গোবিন্দ লাল কুন্ডু (মা ও শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা) বিষয়ক কর্মকর্তা। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, সৈয়দ রাজ্জাক আলী সেলিম (উপজেলা চেয়ারম্যান) ঝালকাঠি সদর, জনাব, মোবারক হোসেন মল্লিক (সাবেক চেয়ারম্যান) বাসন্ডা ইউপি ঝালকাঠি ও জনাব মো: জাফর ইকবল (উপজেলা অডিটর অফিসার) ঝালকাঠি সদর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নং বাসন্ডা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, ইউনুস আলি খান। সভায় সকল ইউনিয়নের ন্যায় বাসন্ডাও একটি মডেল সেন্টার হিসেবে কাজ করেন এই জন্য সকলের কাছে প্রশাসনীয় ইস্যু। এখান কার কার্যক্রম দেখে অনেক সেন্টারই ভাল কাজ করবেন বলে আশা করেন প্রধান অতিথি।
তিনি আরো বলেন ঝালকাঠি জেলায় বাসন্ডার অনেক গুরুত্ব ও সফলতার কথা শুনেছি কিন্তু আজ আনন্দিত যে এখানে আসতে পারায়। আমি অনেকের মুখেই শুনেছি কিন্তু আজ দেখে গেলাম হয়ত এর পর অনেক সেন্টার থেকে এখানে আসবে দেখার জন্য এবং কি ভাবে তথ্য বা সেবা কিভাবে দিতে হয় তা নিশ্চিত করতে। সভায় বিশেষ অতিথি জনাব, সৈয়দ রাজ্জাক আলী সেলিম বলেন, আসলে শাওন খুব ভাল কাজ করছেন যা আমি এর আগেও অনেক ভার শুনেছি এবং প্রথমবার আমি ও এমপি সাহেব উদ্বোধন করছিলাম কিন্তু ২য় ভাবের জন্য আবারও আসলাম এখানের কার্যক্রম দেখার জন্য প্রধান মন্ত্রীর ভাষন শোনা ও দেখার জন্য। তিনি আরো বলেন, এলাকার জনগণ জাতে করে দোড় গোরায় তথ্য সেবা পাইতে পারে সে বিষয়ে নজর দেয়ার জন্য শাওন কে বলেন। তিনি আশ্বাস দিয়েছেন এই সেন্টারের জন্য তার একটি অবদান থাকবে যা অনেক আগে থেকেই চিন্তা করছি হয়তো অল্প কিছু দিনের মধ্যে পেয়ে যাবে।
এখানে আজ ছিলো লকালয়ের আবিভাব কেননা এলাক সর্বস্থরের জনগণ আজ এসেছেন প্রধান মন্ত্রীর ভাষন শোনা ও ছবি দেখার জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।