এর পরের অবস্থানে ৮১ দশমিক ২৬ পয়েন্ট পেয়ে রয়েছে ডেমরার দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, ৮১ দশমিক ১৪ পয়েন্ট পেয়ে ৩য় স্থানে টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা।
নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, শতকরা পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ- এই পাঁচটি মানদণ্ডের উপর ভিত্তি করে সেরা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত করা হয়েছে।
৮০ পয়েন্টে ৪র্থ অবস্থানে রংপুরের ধাপ সাতগাড়া বায়তুল মোকার্রাম কামিল মাদ্রাসা, ৭৮ দশমিক ০৩ পয়েন্টে ৫ম অবস্থানে যাত্রাবাড়ির তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ৭৭ দশমিক ৬৪ পেয়ে ৬ষ্ঠ অবস্থানে পিরোজপুরের নেসারাবাদের সারসিনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসা, ৭৭ দশমিক ২৯ পেয়ে ডেমরার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা (মহিলা শাথা), ৭৪ দশমিক ৭৬ পেয়ে ৮ম স্থানে রয়েছে নরসিন্দির জামেয়া-ই-কাশেমিয়া কামিল মাদ্রাসা।
৯ম স্থানে ৭৩ দশমিক ৬২ পয়েন্ট পেয়ে দ্বৈত অবস্থানে রয়েছে পাবনার ইসলামিয়া আমিল মাদ্রাসা এবং কুমিল্লার নাঙ্গলহাটের মোকড়া ডিএসএন ফাজিল মাদ্রাসা।
৭২ দশমিক ৬৩ পেয়ে ১০ম অবস্থানে রয়েছে জামেয়া আহম্মাদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা।
শনিবার ঘোষিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে ১০ লাখ পরীক্ষার্থীর মধ্যে ৭ লাখ ৪৪ হাজার ৮৯১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ১৯৭ জন।
মাদ্রাসা বোর্ডে ৯১ দশমিক ৪৬ এবং কারিগরি বোর্ডে ৮৫ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।