আমাদের কথা খুঁজে নিন

   

ঝালকাঠির প্রতিবন্ধী রুবেল পিতার নিযার্তনে দিশেহারা

ঝালকাঠি থেকে সাখাওয়াত হোসেন শাওন : ঝালকাঠির প্রতিবন্ধী রুবেল এখন পথে বসেছে। তার পিতার নিযার্তনের কারনে সে পথে পথে ঘুরে বেড়ায় বিচারের জন্য। কে করবে তার বিচার। কেউ জেন তার মনের কথা বুঝতে পারছেনা । সবাই তাকে তারিয়ে দিয়ে বলে যা শালা দুরে যা।

জীবনের যুদ্ধে সে এসেছে সাংবাদিকদের কাছে দয়া করে আপনারা আমাকে বাচান । কে শুনবে তার কথা ? তার প্রশ্ন একটাই প্রতিবন্ধী হওয়াটাই যেন তার কাল হয়ে দাড়িয়েছে। গোপন সূত্রে জানা যায়, রুবেলের নাম দিয়ে বিভিন্ন ব্যাংক থেকে ৬০,০০০/- (ষাট হাজার) টাকা উত্তোলন করে হাতিয়ে নিয়েছে যা এখন রুবেলের মাথার উপরে পরেছে। রুবেল মাননীয় রাষ্ট্রপাতির কাছ থেকে ৪,০০০/- (চার হাজার) টাকা কিছু দিন আগে পেছেয়ে সেই টাকা খাওয়ার জন্য রুবেলকে বেধারক মারধর করেছে বলে রুবেল জানান। তবে রুবেলের পিতার সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমার ছেলে আমি যা ইচ্ছা তাই করমু তোদের কি আসে যায়।

তোরা কোন কিছু লিখবিনা । জরুরী এ ব্যাপারে জেলা প্রশাসক সহ প্রশাসনের স্থতক্ষেপ কামনা করেছেন। শাওন ঝালকাঠি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।