>>>বৈশাখের ঐ রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙ্গে পড়ে, ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়...<<<
২০১১ সালের নোবেলজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে গত ৩ অক্টোবর, ২০১১ থেকে। প্রথমদিন ঘোষণা করা হয়েছে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম। ৪ অক্টোবর ঘোষণা করা হয়েছে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার প্রাপ্তদের নাম, ৫ অক্টোবর ঘোষণা করা হয়েছে রসায়ন শাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীর নাম এবং ৬ অক্টোবর ঘোষণা করা হলো সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম।
২০১১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ৮০ বছর বয়সী সুইডিশ কবি টমাস ট্রান্সট্রয়েমার। জনাব ট্রান্সট্রয়েমার তাঁর জীবনে ইতিপূর্বেই মোট ১০৮টি সম্মানজনক পুরস্কার অর্জন করে নিয়েছেন।
১৯৯০ সালে স্ট্রোকের কারণে বাকশক্তি হারান কবি ট্রান্সট্রয়েমার।
উল্লেখ্য, ২০১১ সালের ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের প্রণেতা স্যার আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হবে তাঁদের। পুরস্কারের অর্থমূল্য হিসেবে তিনি পাবেন এক কোটি সুইডিশ ক্রোনার।
আগামী ৭ অক্টোবর শান্তিতে এবং ১০ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা দেওয়া হবে।
সূত্র ও ছবিঃ ইন্টারনেট।
> মানব শরীরের স্বয়ংক্রিয় রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে গবেষণার জন্য চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী
> বিগ ব্যাং-এর ফলে মহাবিশ্বের সম্প্রসারণ নিয়ে গবেষণা করে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী
> পরমাণুর বিন্যাস নিয়ে গবেষণা করে রসায়নে নোবেল পুরস্কার পেলেন ইসরায়েলের বিজ্ঞানী ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।