আমাদের কথা খুঁজে নিন

   

কোঠা প্রথা যতটা বিলুপ্তির প্রয়জন তার চেয়ে বেশি সংস্কার প্রয়জন

নিয়ম মেনে চলুন। (সকল নিয়ম বানানু হ্য় ভাঙ্গার জন্য) মুক্তিযোদ্ধাদের সম্মান করেই বলছি ... কোঠা প্রথা যতটা বিলুপ্তির প্রয়জন তার চেয়ে বেশি সংস্কার প্রয়জন ... মুক্তিযোদ্ধাদের সম্মান অনেক ভাবে করা যেতে পারে .. তাদের পরিবারের জন্য মাসিক ভাতা বাড়ানো .. তাদের সন্তানদেরও আরও নানা ভাবে শিক্ষার জন্য সাহায্য যায়, ..তাদের সন্তানদের লেখাপড়ার জন্য আলাদা খরচ, তাদের টিউশন ফীস মউকুফ... ব্লা ব্লা ব্লা এই কোটা প্রথা বাতিলের দাবী এর মানে কিন্তু এই না যে মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হবে না। এর মানে হচ্ছে তাদের এই অন্যায় সুবিধা প্রথা বন্ধ করা প্রয়জন। ১ কোঠা মুক্তি যোদ্ধার ছেলে মেয়েদের দেয়া যেতে পারে (এখানে নাতি পুতি বাদ দিতে হবে) ২ আমি মনে করি মেয়ে দের কোঠা এর আওতায় এনে মেয়ে দের ছোট করা হয়েছে ... ( মেয়ে দের কি মত আমি জানি না ) ৩ অঞ্চল ভিত্তিক কোঠা প্রথা বাদ দেয়া প্রয়জন ; ৪ প্রতিবন্ধি দের জন্য সরকারি সাহায্যের ব্যবস্থা রাখা যাতে পারে... দেশ পরিচালনায় কোঠা কতটুকু দাবিদার সেটা!!!!!!!!!! যেখানে ১০০ জন এ ৫৬ জন বিশেষ প্রজাতি এর লোক থাকবে ... সেখানে গনভোট হলে আমরা ভালো কিছু কিভাবে আশা করতে পারি ... কোঠা সর্বসাকুল্যে ৫% এর বেশি হওয়া উচিত হবে না ... বিঃদ্রঃ আমি বন্ধুক কোঠা এবং মেধা কোঠা এর কোনটার আওতায় পরি না [ এগুলো একান্ত ব্যক্তি গত মতামত ]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.