শুধু দু’জনের নির্জন উৎসবে তোমরা আসলে ভবে যেভাবে । আসলে ক্রমে সকলে পালা করে আসন পেতে বসলে এসে নীড়ে। এমনি করে আবার ধীরে ধীরে যাচ্ছো সকলে ফিরে মূল নীড়ে। যাচ্ছো সকলে কতইনা অতলে যাচ্ছো সকলে সেই ভূতলে। আবার সবে উঠবে আখেরে প্রভুকে হিসেব দেবার তরে। তাই বলি এ সুন্দর ধরাধামে পরিণত না হয়ে নরাধমে কর্ম করে যাও সবে নিরন্তর পেতেও পারো প্রভুর অন্তর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।