বউটুবান
তোমরা যখন শীতের দিনে জামা কাপড় পরে
ঘুরে ফিরে শহর বেড়াও ভীষণ মজা করে
আমরা তখন বাছুর চড়াই বিশাল মাঠের পরে
সন্ধ্যা হলে থিত্থিরিয়ে ফিরে আসি ঘরে।
তোমরা যখন পড়তে বস জ্বালিয়ে নিয়ন বাতি
ভাবনা থাকে মনের মাঝে গড়বে এ দেশ জাতি
আমরা তখন কুপি জ্বালাই ভাঙ্গা ছনের ঘরে
শীতের ভয়ে পালিয়ে বেড়াই নাড়ায় কিংবা খড়ে।
তোমরা যখন ইস্কুলে যাও চড়ে দামি গাড়ি
ছুটি হলেই ছুটে আস বাসায় তাড়াতাড়ি
আমরা তখন আলু কুড়াই বর্গা চাষীর ক্ষেতে
সন্ধ্যা হলেও ব্যস্ত থাকি কোলাহলে মেতে।
তোমরা যখন ছুটির দিনে শোন টিভির গান
নাটক দেখে ফূর্তি করে মাতিয়ে তোলো প্রাণ
আমরা তখন মাঠে মাঠে কুড়াই নাড়া-খড়
গড়ে তুলি ওসব দিয়ে শীত তাড়ানো ঘর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।