কবিতা এখন অস্ত্রের অধিকার
তোমরা আবার নেবে কি আমায়
তোমাদের সাথে
আবার আমি ভর দুপুরে
রোদ হব
নদীর সাথে জল
আবার আমি সন্ধ্যারাতে
চুমুক দেব চায়েরকাপে
ধূলো হবো,পথের মাঝে
তোমরা আবার নেবে কি আমায়
তোমাদের সাথে
টিনের চালে বৃষ্টি হব
মেঘের সাথে
অনেক দূর হেটে গিয়ে
পথিক হব
ঘমের জলে গা ধুয়ে
পবিত্র হব
আবার আমি রক মাতাবো
গানের ছলে
আবার আমি দুষ্ট হব
তোদের ভীরে
তোমরা আবার নেবে কি আমায়
তোমাদের মাঝে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।