অনেকে এটি জানেন, যারা জানেন না এটি তাদের জন্য ।
১। যে আইকনটি পেনড্রাইভে দিতে চান তা পেনড্রাইভে কপি করুন । আইকনটি অবশ্যই '.ico' ফরম্যাটে হতে হবে।
২।
আইকন ফাইলটি রিনেম করে লিখুন 'pendrive'
৩। এবার নোটপ্যাড খুলে নিচের লেখাটি কপি করে দিন
[autorun]
icon=pendrive.ico
৪। এবার File থেকে Save as-এ গিয়ে autorun.inf নামে সেভ করুন।
৫। autorun.inf ফাইলটি আপনার পেনড্রাইভে কপি করুন।
এবার পেনড্রাইভ খুলে আবার লাগান। দেখবেন আইকন পরিবর্তন হয়ে গেছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।