MAD-E IN BANGLADESH
সাধারণত পেনড্রাইভ এফএটি, এফএটি ৩২ ফাইল পদ্ধতিতে চলে, ফলে এখানে ফাইল সংকোচন করার কোনো সুবিধা পাওয়া যায় না। কিন্তু এনটিএফএস ফাইল পদ্ধতিতে সংকোচন করার সুবিধা রয়েছে। এনটিএফএস ফাইল পদ্ধতিতে পেনড্রাইভের মেমোরি অনেক সাশ্রয় হয়। চাইলেপেনড্রাইভকে এফএটি বা এফএটি ৩২ থেকে এনটিএফএসে রূপান্তর করা যায়। এ জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমের Start/Run-এ গিয়ে cmd লিখে কমান্ড খুলুন এবং convert X: /FS:NTFS লিখে এন্টার করুন।
X-এর জায়গায় পেনড্রাইভ যে ড্রাইভে রয়েছে সেই অক্ষরটি হবে, যেমন L ড্রাইভে হলে হবে L লিখতে হবে। এবার My computer-এ গিয়ে পেনড্রাইভের আইকনে ডান ক্লিক করে Properties-এ যান। এখান থেকে Compress Drive to Save Disk Space অপশনে টিক চিহ্ন দিয়ে OK চাপুন। এবার Apply To Sub Folders and Files অপশনে (যদি আসে) OK করে বের হয়ে আসুন। এখন পেনড্রাইভে কোনো ফাইল কপি করলে সেটা খুব বেশি জায়গা নেবে না, ফলে পেনড্রাইভের মেমোরি অনেক সাশ্রয় হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।