পেনড্রাইভের ভাইরাস থেকে বাঁচতে চাইলে shell hardware detection service টি বন্ধ করে রাখতে পারেন। এর ফলে CD-ROMs/DVD-ROMs বা পেন্ড্রাইভের কোন autoplay option কাজ করবে না এবং ভাইরাস দ্বারা আক্রান্ত হবার সম্ভাবনাও কমে যাবে। কোন ফোল্ডার খুলতে চাইলে দুই ক্লিক না করে ডান ক্লিক করে খোলা উচিত। এতে ওই ফোল্ডারে কোন ভাইরাস থাকলে তা আর ইনষ্টল হবে না। shell hardware detection বন্ধ করার জন্য কন্ট্রোল প্যানেলে গিয়ে administrative tools-এ যান। এবার services-এ এর তালিকা থেকে shell hardware detection সিলেক্ট করে properties-এ গিয়ে disable এবং stop করে দিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।