আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাস্ততা ভাঙ্গার অপেক্ষায়

জীবন মানেই, অনিশ্চয়তায় গা ভাসিয়ে নিশ্চিন্তে পথ চলা। নিকটিনের ধোয়া ছড়ায় অতৃপ্ত প্রহরে থাকি অপেক্ষায় কখন ব্যাস্ততা ভাংবে তোমার, কখন পাব তোমার মূল্যবান সময় থেকে একটু ধার। অপেক্ষার বিমুর্ত প্রহর সদাই গ্রাস করে সত্ত্বারে। । থাকি অপেক্ষায় যবে বাধবে মোরে চিরস্থায়ী আলিঙ্গনে রাখবে তোমার হৃদয়ে মোর তরে একটু শুন্যস্থান, সিন্ধুর জলের ভাঙ্গা বিষাদে লুন্ঠিত হবেনা মম প্রান।

অপেক্ষার নির্মম প্রহর গুনি তব একমুঠো সুখের সন্ধানে। । ওষ্ঠাগত প্রানের আবেগ, মৃত্যুফাদে পড়া মন হাবিয়ার অনল হৃতপিন্ডে মিশে রক্তস্রোতের সাথে, অপেক্ষার এ তিমির রাত্রীর যবনিকা কোন প্রভাতে। কলঙ্কের অস্থির পরিহাস গ্রাসে মনে সর্বক্ষন। ।

হাতুরি শাবল চালায়ে যেন সময়কে করেছ প্রসারন অবিরল বারি বর্ষিয়া সিক্ত তব পথ, অপেক্ষার প্রহর গুনি, দেখি স্বপ্নভঙ্গের জয়রথ। বিশ্বকুলের শিকরে বাধা কি তোমার আচ্ছাদন। । প্রস্থিবে যত ব্যাস্ততা তোমার পাড়ভাঙ্গা স্রোতের মত স্বপ্নডানা উড়িবে না গগনে ছিড়িবে ঘুড়ির সুতা, পান করিবে হেমলক যত ব্যস্ততা ভীর করে অযথা। অপেক্ষার শেষ কি হবে, মুছিবে কি তোমার চুমুতে আমার ঠোটের ক্ষত।

। অপেক্ষায় রয়েছে আধার বজ্র অনল বারি ধ্বংসের আশঙ্কা অগ্নিগীরি পাহার পর্বতে, শৃংখলা ভঙ্গের দায় এরাতেই গ্রহ আবর্তে। ব্যস্ততার সমাপ্তিতে কি আসবেনা ওগো সুন্দরী। । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.